আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিময় 13 ই মার্চ



13 মার্চ 2004। সন্ধ্যা 7ঃ30 কি 8 টা বাজে, পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ সেলফোনটি বেজে উঠল, নাম্বার দেখি এক সহপাঠিণীর। ভাবলাম পরীক্ষা সংক্রান্ত কোন ব্যাপারে ফোন করেছে। অনিচ্ছা সত্বেও ফোন ধরলাম।

খবরটা শুনে নির্বাক হবার উপক্রম। কাঁদতে কাদতে ও যা জানালো তার সারাংশ এমন; কটকা ভ্রমনে গিয়ে সলিল সমাধি হয়েছে আমাদের 9 জন বন্ধুসহ মোট 11 জনের। ভেবে পাচ্ছিলাম না যে রুপা আপুর প্রাণবন্ত হাসিতে দু'দিন আগে ক্যাম্পাস ছিল মুখরিত আজ সে নেই এই ধরাধামে! ছুটে গেলাম মংলা। গিয়ে ঐ রাতে শুধুমাত্র রুপা আপু এবং কাওসার ভাইয়ের দেহ পেলাম। আজ 3টি বছর পার হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কাজে মগ্ন কিন্তু ভূলতে পারিনা বন্ধু নিপূনের কথা, রুপা আপুর মত বোনের কথা বা তোহা ভাইয়ের মত বড় ভাইয়ের কথা।

নিপূন, রুপা আপু, তোহা ভাই সহ তোমরা সকলে আমাদের ক্ষমা করো...... আমরা পারিনি তোমাদের প্রতি যথার্থ সম্মান দেখাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।