স্মৃতিময় তুমি
************
আমার মন হারিয়ে যায় দূর আকাশের গায়
তোমার কথা আসে ভেসে নিত্য হাওয়ায়
চৈতি রাতে তোমার সাথে চাঁদের লুকুচুরি
মন ঠানে তাই অইথ বনে ওড়ায়ে রঙিন ঘুড়ি
কত কথার ফুলজুরি তাই সঙ্গোপনে একা
আধখানা চাঁদের জোছনায় হত মোদের দেখা ।
কত মমতা মাখা হাসি ছিল তোমার ঘ্রানে
চোখ ভিজিয়ে দিতে তাই একটু অভিমানে
তারার আলো সাক্ষি রেখে করতে তুমি পন
ভালবাসার ঘর সাজায়ে তাই দিয়েছি মন ।।
দুই
আমায় নিয়ে স্বপ্ন দেখা তোমার ছিল হবি
নিত্য কথায় প্রিতির আসর মনের জলছবি
হাতে হাত রেখে তুমি মিষ্টি হাসি হেসে
কাধ ছুঁয়ে দিতে চুমু গভীর ভালবেসে
নদীর তীরে কলসি কাঁকে জল ভরিতে দেখা
বাশির সুরে দিতাম আমি সুরের সুধা মাখা
কোমর হতে ভরা কলস নামিয়ে আমায় ডেকে
আলতা রাঙ্গা পা মাড়িয়ে মিশতে বনের ফাঁকে
দুজনাতে এক হয়ে ওড়ায়ে মনের ঘুড়ি
মন মোহনার ভাব সাগরে দিতাম কত পাড়ি ।।
তিন
বনভোজনে মিলে কজন হত মুক্ত রাধা
যা ইচ্ছে তাই করতাম মিশে ছিলনা তো বাধা
শাপলা তুলে আমার গলে পড়িয়ে দিয়ে মালা
দুষ্টু হাসি হেসেই তুমি ভিজিয়ে ধরলে গলা
মেলায় গিয়ে কিনতাম কত পুতুল তোমার লাগি
যা খাবে তাই নিয়ে উদয় দিয়ে মোরে ভাগী
সব কিছুতেই তুমি আমার কিশোর বেলার সঙ
আজও তেমন ছিলে যেমন কর হাস্য রঙ
সব ফেলে আজ তুমি আছ অনেক দূরে সাথি
একাকি এ জীবন আজি হয়না মাতামাতি ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।