আমাদের কথা খুঁজে নিন

   

‘নামে কী বা আসে যায়’—এই বাক্য আর নয়!

নামে কী বা আসে যায়, কাজই হল আসল বিষয়—এই আপ্ত বাক্যটি যাঁরা এতকাল ভেবে এসেছেন, তাঁরা এবার ভাবনাটিকে একটু উল্টো করে ভাবুন। কারণ, কাজ নয়, নামই এখন অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের এক নারীর জন্য তো সেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, শুধু তাঁর নামের জন্যই সেখানকার কর্তৃপক্ষ বেশ বিপাকে পড়েছে। এ কারণে তারা তাদের কর্মকর্তাদের পরিচয়পত্রের আকারও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।



ওই নারীর নাম কাইইহাহনাহইইকুকাউআহকাহহীহুলীহিহইহকাহহাউনাহইহলেহ  (Keihanaikukauakahihuliheekahaunaele)। কী, এই নাম শুনে মনে রাখতে পারবেন তো। সর্বমোট ৩৫টি বর্ণ নিয়ে এই নাম। এ ছাড়া ওই নারীর আর কোনো ডাকনাম বা অন্য কোনো নাম নেই। ‘দ্য জাপান টাইমস’ বলছে, আত্মীয়স্বজন থেকে শুরু করে সবাই তাঁকে এই নামেই ডাকেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.