আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন

------

গতকাল ১৯শে জানুয়ারী ২০১১ গুলশানের actionaid কার্যালয়ের সম্মেলন কক্ষে আমাদের International Sponsorship based NGOs দের নেটওয়ার্ক মিটিং ছিলো-"The Network of International Sponsorship NGOs in Bangladesh"। শিশুদের অধিকার,সুরক্ষা বিষয় নিয়ে অনেক প্রসঙ্গ উঠে আসে। মিটিং-এ যেসব অর্গানাইজেশন প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলো- -Fundacion Intervida, Spain (Bangladesh Country Office) -Save the Children USA (Bangladesh Country Office) -ActionAid (Bangladesh Country Office) -Food for Hungry (Bangladesh Country Office) -Plan International (Bangladesh Country Office) -World Vision (Bangladesh Country Office) মিটিং শেষে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী সব্বাইকে মুগ্ধ করে। আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই মিটিং-এ অধিকার বিষয়ক আলোচনার পাশাপাশি অধিকার সংরক্ষনের বিষয়টি প্রাধান্য পায়। শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যত এবং একই সাথে সমাজের সবচেয়ে দুর্বল অংশ ।

শিশুর প্রতি ব্যবহারে সর্তকতা গ্রহণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য । বিশ্বশিশু পরিস্থিতিতে পরস্পরবিরোধী একটি অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও বর্তমান বিশ্ববাসীদের মধ্যে এক জায়গায় একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়, যা হচ্ছে শিশু অধিকার সর্ম্পকে পূর্বেকার যে কোনো সময়ের চেয়ে আরো অনেক বেশি সচেতনতা । শিশুর প্রতি দায়িত্ববোধ এখন আর শুধু নীতিবোধের মধ্যেই সীমাবদ্ধ নয়-বরং তা ক্রমবর্ধমান হারে বৃহত্তর সামাজিক ও আইনানুগ বাধ্যবাধকতার আওতায় চলে আসছে । দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিশুদের জন্য সুষ্ঠু কার্যক্রম গ্রহণ অপরিহার্য ৷ প্রত্যেক শিশুকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্ঠায় সকলের অংশগ্রহণ একান্ত বাঞ্জনীয় সবশেষে প্রসঙ্গ উঠে আসে শিশুদের জন্য চলচ্চিত্র উৎসব..। শিশুদের চলচ্চিত্র উৎসবের আপডেট খবরাখবর নিয়ে এই পোস্টিং।

বিস্তারিত তথ্য নেয়া হয়েছে ডিনিউজটোয়েন্টিফোরডটকম থেকে। ActionAid-র স্টল থাকছে সেখানে। শিশুদের জন্য চলচ্চিত্র উৎসব ২০১১ ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন তোমাদের জন্যই যদি একটা চলচ্চিত্র উৎসব করা হয়, তাহলে কেমন হয় বলো তো? যেখানে শুধু তোমাদের জন্য সিনেমা দেখানো হবে, আর তোমাদের বানানো ছবি দেখানো হবে; এমনকি সেখানে কাজও করবে সব তোমাদের বয়সী ছেলেমেয়েরাই! খুব মজা হবে, তাই না? ২২ জানুয়ারি থেকে এমনই এক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। সেখানে শুধু তোমাদের জন্যই সিনেমা দেখানো হবে না, তোমাদের বানানো ছবিও দেখানো হবে। তোমাদের বানানো ছবিগুলোর রীতিমতো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে সেখানে।

আর বিচারক কারা জানো? তোমাদের বয়সীই ৫ জন ছেলেমেয়ে। এতোক্ষণে অবশ্য তোমাদের অনেকেই বুঝে গেছো, আমি কোন উৎসবের কথা বলছি। আগের ৩ বার যারা গিয়েছো, তারা তো জানোই যে প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি আয়োজন করে দেশের একমাত্র শিশুতোষ চলচ্চিত্র উৎসব। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ২২ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ‘৪র্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’।

এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে মূল ভেন্যু কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে। আর সে অনুষ্ঠানে আসবেন তোমাদের প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, প্রিয় চিত্রকর মুস্তাফা মনোয়ার ও ‘দীপু নাম্বার টু’ আর ‘আমার বন্ধু রাশেদ’এর পরিচালক মোরশেদুল ইসলাম। আর ২৩ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যে ৬টায় তোমাদেরকে দেখানো হবে ছবি। টিকিটের দাম কতো? তোমাদের জন্য, অর্থাৎ যাদের বয়স ১৮ বছরের কম, তাদের সবার জন্যই একেবারে বিনে পয়সায়, একদম ফ্রি! এবারেও উৎসবের শ্লোগান ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’। উৎসবে মোট কয়টা ছবি দেখানো হবে জানো? ৪০টা দেশের মোটমাট ২৩৩টি ছবি দেখানো হবে।

তাহলে, যতো বেশি পারো ছবিগুলো দেখে নাও! এগুলোর মধ্যে দেখানো হবে বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘এমিলের গোয়েন্দাবাহিনী’ও। তোমরা যারা দেখোনি, তারা তো আসবেই, যারা দেখেছো, তারাও কিন্তু ছবিটা আবার দেখে নিও। এমন ছবি অডিটোরিয়ামে দেখার সুযোগ তো আর বারবার আসে না! প্রথমবারের মতো এবারের উৎসবটি ঢাকার বাইরেও আয়োজিত হচ্ছে। ঢাকার সঙ্গে একযোগে উৎসবটি আয়োজন করা হয়েছে চট্টগ্রাম ও রাজশাহীতেও। উৎসবের প্রধান ভেন্যু শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ছাড়া ঢাকার অন্যান্য ভেন্যুগুলো হলো- শিশু একাডেমি, বৃটিশ কাউন্সিল, আলিয়ঁস ফ্রঁসেজ, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র (আরসিসি), সুফিয়া কামাল মিলনায়তন (জাতীয় যাদুঘর), খিলগাঁও মডেল স্কুল ও কলেজ অব লেদার টেকনোলজি (হাজারীবাগ)।

এছাড়া চট্টগ্রামে এবার উৎসবটি চলবে ৩টি ভেন্যুতে- থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনের হল ১, ২ ও ৩ এ। আর রাজশাহীতে হবে দুটি ভেনুতে- রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তন ও জেলা পরিষদ মিলনায়তনে। কাজেই ঠিক করে ফেলো কতগুলো ছবি দেখবে। উত্স: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.