চোখে চোখ রেখে বসেছিলে সোফায়
নীরবে দেখিব,নাহি কোন উপায়,
বিনা নোটিশে তুমি অযথা তাকিয়ে
অধরে মিষ্টি হাসি রেখেছ লুকিয়ে।
স্বর্ণলতার অঙ্গে থাকে কালো শাড়ির বাহার
দেখিলে তৃষ্ণার্ত নয়ন শুধায় তুমি কাহার,
ঘুমন্ত সকালে কিনবা ক্লান্ত নিঝুম রাতে
দৃষ্টিতে কথোপকথন বন্ধী ছবির সাথে।
কানের দুলে ঝুলে থাকে পাঁথরের প্রদর্শনী
নাক ফুলের অনুপস্থিতি বেশি আকর্ষণী,
আচলে ডাকা বাহুর নাহি করিব বর্ণন
অপর বাহু জুড়ে,শোভিত কাঁচের কঙ্কণ।
তৃণে তৃণে সাদা ফুলে ছেয়ে আছে কেশ
সোনালী অঙ্গে তাহার সুগন্ধির আবেশ,
কপালেতে কালো টিপে অনুবন্ধী ভুরু
সুরু ওষ্ঠে তাকালে বুঝি কতখানি ভীরু।
পুতুলের মত তাহার বুকে জমা কথা
মুখে তা না ফুটিলেও কহে চোখের পাতা,
কপোলে জরির আসর চিবুকে ফাঁকা
আমারি জন্ম তোমার ছবিটিতে আঁকা।
[রাসেল হোসেন, ২৭-০৩-১৪]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।