আমাদের কথা খুঁজে নিন

   

।ফ্রেমে বাঁধা কিছু সময়ের গল্প বলি তবে।:ছবি ব্লগ:

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . . দিন রাত্রি এখানে এখন অনেক চেনা। তুষার, কনকনে ঠান্ডার চেয়েও প্রবল ঠাণ্ডা প্রতিনিয়ত। দিনের আয়তন কমে গেছে অনেক। কমবে বোধ হয় আরো কয়েক ঘন্টা। অন্ধকার, শীতলতা এখন এখানে এমন।

কিছুদিন আগেও সেই রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া আর গ্রীষ্ণ চলে গেছে সেই কবেই। তার মাঝেই এগুচ্ছে দিন এসব। শীতলতার চাদর মুড়ি দিয়ে নতুন দিন জেগেছে। এতসব কিছুর মাঝেই ডিজিটাল কিছু চিত্র ধরে রেখেছে সময়। আজকের ঠিক এই দিনে, সময়ও ঠিক লেখাটি পোস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ঢাকা থেকে ছাড়ার পর টার্কিশ এয়ারের ফ্লাইট এসে পৌঁছে হেলসিংকি।

এর পরের কতগুলো এলোমেলো আলোকচিত্র! এগুলো দেখতে স্ক্রল ডাউন . . . . . উত্তর ফিনল্যান্ডের 'অউলু' শহরে গত মে মাসের শীতে এটি অউলু শহরে, মে মাসে তোলা অউলু শহরের প্রধান কেন্দ্র রাতের কোন এক সময়, ১১ টার মতো এটা রাত ১২ টার ছবি, মে মাসে এটা 'অউলু' শহরের একটি ছবি, এ বছর মার্চে তোলা উত্তর ফিনল্যান্ডের আকাশ, জুন মাসের প্রথম সপ্তাহ এটি মে মাসে তোলা হেলসিংকি মিউজিক, আর্ট সেন্টার হেলসিংকি, ফিনল্যান্ড পার্লামেন্ট হাউজ নরওয়ের সাথে ফিনল্যান্ডের সংযোগস্থলের একটি অফিস। এপার -ওপার যেতে আসতে অনুমতির কিছু নেই এটা উত্তরদিকে ফিনল্যান্ড - নরওয়ে সীমানার মধ্যখান বামে নরওয়ে-ডানে ফিনল্যান্ড লেখা উত্তর ফিনল্যান্ডের একটি চিত্র, জুন মাসে তোলা এখানে 'ঈগলু সিটি'সহ অনেক কিছুই আছে, জায়গাটির নাম সবচেয়ে সুন্দর স্থানীয় ভাষায় 'কাউনিসপা' বলে এই আকাশটা ফিনল্যান্ডের সর্ব উত্তরের 'উতসইওকি' স্থান থেকে তোলা এই ছবিটা জুন মাসের ২ তারিখ রাত ৩ টায় তোলা ফুলের কাছে যাওয়ার চেষ্টা মে মাসের শেষ সপ্তাহের একটি দিন, লেকের পাড়ে এক বৃদ্ধ গত মাসের শুরুতে তুষার পড়া যেদিন শুরু হয় জাহাজের বিপরীতে জাহাজ ঘাটে এটা এ মাসের ছবি, তুষারপাত যখন শুরু হলো হেলসিংকি হার্বার, জাহাজ অপেক্ষমান এটা হেলসিংকি সেন্টার, রেলওয়ে স্টেশন ডানে এখান থেকে জাহাজগুলো যায় সুইডেন, রাশিয়া, এস্তোনিয়াসহ বিভিন্ন দেশে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.