আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষক সংকট

শিক্ষা সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত খাত এবং প্রতি বছরই এ খাতে ব্যয় বাড়ছে। শিক্ষার উন্নয়নে সদিচ্ছার অভাব না থাকলেও সমন্বিত পদক্ষেপের অভাবে সংকট থেকেই যাচ্ছে। এ মুহূর্তে দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট চলছে। ৩০৪টি সরকারি কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার ১৪৫টি শিক্ষক পদ শূন্য। ২০টি কলেজে অধ্যক্ষের পদও ফাঁকা। ফলে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষকদের অবসরে যাওয়ার কারণে যে সব পদ শূন্য হচ্ছে সেসব পদের বিপরীতে শিক্ষক নিয়োগ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। রাজধানী কিংবা বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সংকট তেমন একটা না থাকলেও মফস্বলের সরকারি কলেজগুলোকে এ জন্য ধুঁকতে হচ্ছে। সঠিক সময়ে নিয়োগ না দেওয়ায় শিক্ষক সংকট সরকারি কলেজগুলোতে নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। স্মর্তব্য, সরকারি পর্যায়ে বর্তমানে ২৭০টি কলেজ, চারটি আলিয়া মাদ্রাসা, ১৬টি কমার্শিয়াল ইনস্টিটিউট ও ১৪টি শিক্ষক প্রশিক্ষণ কলেজে শিক্ষকের সৃষ্ট পদ ১৪ হাজার ৮৭৬টি। এর মধ্যে প্রভাষকের ৭ হাজার ৫৩৯টি পদের মধ্যে ২ হাজার ২৮৯টি ফাঁকা। সহকারী অধ্যাপকের ৪ হাজার ১২৭টি পদের মধ্যে ৪৮৯টি, সহযোগী অধ্যাপকের ২ হাজার ৩৯৪টি পদের মধ্যে ২৯১টি এবং অধ্যাপকের ৮১৬টি পদের মধ্যে ৭৬টি পদ শূন্য। অধ্যক্ষের পদ ফাঁকা হওয়ার পর নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু অন্যান্য পদে সহজে নিয়োগ দেওয়ার ব্যবস্থা না থাকায় পাঠদানে সমস্যা হচ্ছে। সরকারি চাকুরেদের অবসরের বয়স দুই বছর বাড়ানোর ফলে গত দুই বছর কেউ অবসরে যাননি। কিন্তু ওই সময় পার হওয়ার পর গত ডিসেম্বর থেকে প্রতিদিনই কোনো কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন। ফলে শূন্য পদের সংখ্যাটিও বাড়ছে। শিক্ষামন্ত্রী সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকটের কথা স্বীকার করেছেন। বলেছেন এ বিষয়ে সরকারি কর্মকমিশনকে বলাও হয়েছে। সরকার যে সমস্যাটি সম্পর্কে সজাগ রয়েছে এটি অবশ্যই একটি ভালো লক্ষণ। আমাদের মতে, বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া যেতে পারে। কলেজগুলোতে এখন যেহেতু চার বছর মেয়াদি সম্মান কোর্স পড়ানো হচ্ছে এবং ডিগ্রি কোর্স তিন বছর করা হয়েছে, সেহেতু চাহিদা অনুযায়ী আরও পদ সৃষ্টি করে মেধাবীদের নিয়োগের কথা ভাবতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.