আমাদের কথা খুঁজে নিন

   

বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘটের অবসান আবশ্যক



সারাদেশে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ে মাঠে নেমেছেন। বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে এবং শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। ফলে সারাদেশের শিক্ষা ব্যবস্থা এখন হুমকির সম্মুখীন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের 100% প্রদান করা এবং তাদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও ঈদ বোনাস বৃদ্ধিসহ যাবতীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। কিন্তু সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসেও অদ্যাবধি সেসব দাবি পূরণ করা হয়নি। তা অত্যন্ত দুঃখজনক। এমতাবস্থায় মাঠ পর্যায়ে সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। সরকারের নীতিনির্ধারকরা কি এসব দেখছে না? সারাদেশে প্রায় পাঁচ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবার-পরিজনসহ দেশের বড় একটা জনসংখ্যাকে অখুশি করে শিক্ষা মন্ত্রণালয়ের এ গড়িমসি সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকরণসহ নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে সচেতন মহলে আলোচনার জোয়ার বইছে। তাই এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন বলে মনে করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.