আমাদের কথা খুঁজে নিন

   

শিবিরের ৩৪ নেতা-কর্মী কারাগারে চট্টগ্রামú

চট্টগ্রাম দলীয় কার্যালয় থেকে গ্রেফতার হওয়া ছাত্রশিবিরের ৩৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সোলায়মানের আদালত। এদের প্রত্যেককে ১০ দিনের রিমন্ডের আবেদনও জানিয়েছে। গতকাল বিকালে আদালত এ আদেশ দেন। গত সোমবার গভীর রাত থেকে গতকাল ভোর পর্যন্ত নগরীর কোতোয়ালি থানার চন্দনপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে ১৭ সেপ্টেম্বর পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। অপরদিকে ৩৪ নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম জেলা ও নগরীতে বৃহস্পতিবার অর্ধ দিবস হরতাল ( ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত) ডেকেছে ছাত্র শিবির। এছাড়া বুধবার নগরী ও জেলার সব থানায় বিক্ষোভ সমাবেশেরও কর্মসূচি দিয়েছে বলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক গিয়াসউদ্দিন এসব কর্মসূচির বিষয় নিশ্চিত করেছেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গতকাল ১০ দিনের রিমান্ড আবেদনটি আদালতে জমা দেওয়া হয়েছে। তবে শুনানির সময় নির্ধারিত হয়নি। আজ শুনানির সময় নির্ধারণ হতে পারে। আদালত ৩৪ জনকেই কারাগারে পাঠিয়েছেন। সোমবার রাত আড়াইটা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত শিবিরের কার্যালয় ভবনে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত দলিলপত্র ও লাঠিসোঁঠা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, কাদের মোল্লার ফাঁসির রায়ের পর চট্টগ্রামে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছিল। হামলা ও কর্তব্যকাজে বাধাদানের ঘটনা ঘটেছিল। ওই হামলার ভিডিও ফুটেজে গ্রেফতারকৃতদের সবার অংশগ্রহণ দেখা গেছে। এ জন্য ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.