আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা প্রস্তুতি

১. কবি আবদুল হাকিম আনুমানিক কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৬০৫ সালেখ. ১৬১০ সালে

গ. ১৬১৫ সালেঘ. ১৬২০ সালে

২. কবি আবদুল হাকিম কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৬৮০ সালে খ. ১৬৮৫ সালে

গ. ১৬৯০ সালে ঘ. ১৬৯৫ সালে

৩. নিজ পরিশ্রম দ্বারা আবদুল হাকিম কাকে বা কাদের তুষ্ট করেন?

ক. বাদশাকে খ. আল্লাহকে

গ. দেশবাসীকে ঘ. সব লোককে

৪. 'লালমতি' কার লেখা গ্রন্থ?

ক. শাহাদৎ হোসেন খ. সুফিয়া কামাল

গ. আবদুল হাকিম ঘ. কাজী নজরুল ইসলাম

৫. মধ্যযুগের কোন কবি পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ?

ক. শাহ মুহাম্মদ সগীর খ. আলাওল

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. আবদুল হাকিম

৬. আবদুল হাকিম কোন যুগের কবি?

ক. প্রাচীন যুগখ. আধুনিক যুগ

গ. মধ্যযুগঘ. বর্তমান যুগ

৭. মধ্যযুগের কোন প্রধান কবির স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অপরিসীম প্রেম?

ক. আবদুল হাকিম খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. গোলাম মোস্তফা ঘ. কায়কোবাদ

৮.পাঠ্য বইয়ে কবি আবদুল হাকিমের যে জন্ম তারিখ দেওয়া আছে তা কী ধরনের?

ক. সঠিক খ. আনুমানিক

গ. তথ্যপূর্ণ ঘ. সঠিক নয়

৯. 'বঙ্গবাণী' কবিতাটি রচয়িতার নাম কী?

ক. আবদুল হাকিম খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কায়কোবাদ

১০. 'সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।'_ কবি আবদুল হাকিম কাদের সম্বন্ধে এ উক্তি করেছেন?

ক. বাংলাদেশে জন্মে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে

খ. দেশি ভাষায় বিদ্যালাভ করে যার মন না জুড়ায়

গ. বাংলাকে হিন্দুয়ানি ভাষা গণ্য করে যারা

ঘ. নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশ যায়

১১.কবি আবদুল হাকিমের মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন?

ক. হিন্দি ভাষাখ. আরবি ভাষা

গ. ইংরেজি ভাষাঘ. সর্বভাষা [চলবে]

উত্তরমালা : ১. ঘ ২. গ ৩. গ ৪. গ ৫. ঘ

৬. গ ৭.ক ৮.খ ৯.ক ১০.ক ১১.ঘ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.