আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশে অর্থ স্থানান্তর

বিদেশে বাংলাদেশিদের অর্থ স্থানান্তরের সুযোগ উন্মুক্ত করা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কৌশলপত্রে নীতিগত অনুমোদন দিয়েছেন অর্থমন্ত্রী। তবে এ ব্যাপারে তাড়াহুড়া না করে তা ধাপে ধাপে বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন তিনি। বিদেশে অর্থ স্থানান্তরের সুযোগ চালু হলে অবৈধ পথে অর্থ পাচার হ্রাস পাবে। বিদেশে অর্থ স্থানান্তরের সুযোগ না থাকা সত্ত্বেও প্রতি বছর দেশ থেকে শত শত কোটি টাকা পাচার হচ্ছে বলে অনুমান করা হয়। এ পাচারের সঙ্গে রাজনীতিকদের নামও জড়িত। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ স্থানান্তর উন্মুক্ত হলে দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য যে কোনো দেশে বৈধভাবে অর্থ স্থানান্তর বা বিনিয়োগ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক অর্থ স্থানান্তরের সীমা নির্ধারণ করে দিতে পারে। সরকারের মেয়াদ যখন শেষের দিকে তখন বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অর্থমন্ত্রী সে প্রশ্নের যুৎসই জবাবও দিয়েছেন। তিনি বলেছেন, ক্যাপিটাল অ্যাকাউন্ট উদারীকরণের প্রস্তাব আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের। সরকার তাদের মেয়াদের শেষ দিকে তা বাস্তবায়ন করতে যাচ্ছে। এখানেও ধীরে চলা নীতি অনুসরণ করা হচ্ছে। মুক্তবাজার অর্থনীতির এই যুগে পুঁজি স্থানান্তরের বৈধ সুযোগ থাকাই উচিত। আমাদের দেশে এ ধরনের সুযোগ না থাকায় অবৈধ পথে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। কারা অর্থ স্থানান্তর করছেন, সে অর্থ তারা কোথা থেকে পেলেন, বিদেশে কোথায় বিনিয়োগ করা হয়েছে সে সম্পর্কে সরকারের হাতে কোনো তথ্য-উপাত্ত স্বাভাবিকভাবেই নেই। বিদেশে বৈধভাবে অর্থ স্থানান্তরের সুযোগ থাকলে এ সংক্রান্ত তথ্য-উপাত্ত রাখা সম্ভব হবে এবং স্থানান্তরের ক্ষেত্রে জবাবদিহিতার সুযোগ থাকবে। সরকার অর্থ স্থানান্তরে উদার নীতি গ্রহণের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়নে তাড়াহুড়া না করে ধাপে ধাপে কার্যকর করার পদক্ষেপ যৌক্তিক বলেই আমরা মনে করি। এর ফলে ক্ষমতাসীনদের অর্থ পাচারের সুবিধার্থে সরকার এমন সুযোগ সৃষ্টি করছে, এমন সমালোচনা থেকে রক্ষা পাওয়া যাবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.