আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারণা মামলায় জাসাস সহসভাপতি গ্রেপ্তার

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের (জাসাস) কেন্দ্রীয় সহসভাপতি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দিনাজপুর শহর থেকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, সিরাজুল ইসলাম সার আমদানিকারক ফ্রেণ্ডস ট্রেডার্সের পরিচালক। ফ্রেণ্ডস ট্রেডার্সের চট্টগ্রামের গুদামের ৩৪ কোটি সাত লাখ ছয় হাজার মূল্যমানের টিএসপি সার বিক্রির আত্মসাতের অভিযোগে গত ৬ জুন তাঁর রিরুদ্ধে ঢাকার পল্টন থানায় মামলা হয়। এ মামলায় তিনি গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্ত হন।

মামলাটি তদন্ত করছে (সিআইডি)।

মামলার বাদী ফেণ্ডস ট্রেডার্সের অর্থ বিভাগের প্রধান মাহবুবুর রহমান বলেন, সিরাজুল ইসলাম প্রতিষ্ঠানকে তিনমাসের মধ্যে টাকা দেওয়ার অঙ্গীকার করলেও তা মানেননি। এরপর তার বিরুদ্ধে গত ৬ জুন দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়।  

মামরার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুজ্জামান আজ শনিবার প্রথম আলো ডটকমকে বলেন, আদালতে হাজিরা না দেওয়ায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়। এর ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পরে ঢাকার সিআইডির কার্যালয়ে আনা হয়।

চট্টগ্রামে তার যৌথ ব্যবসা রয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে তার বিরুদ্ধে আরেকটি মামলা আছে।

বগুড়ার অফিসের নিজস্ব প্রতিবেদক জানান, জয়পুরহাট-২ আসনে তিনি সংসদ নিবাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিন বছর ধরে কালাই, ক্ষেত লাল ও আক্কেলপুর এলাকাবাসীকে আগাম ঈদ শুভেচ্ছা বার্তার নামে পোস্টার  সেঁটে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ১০ বছর আগে এলাকায় বেকার হিসেবে ঘোরাফেরা করতেন।

তিন বছর আগে এলাকায় ফিরে তিনি শিল্পপতি বলে পরিচয় দিচ্ছেন। সবার মাঝে টাকা বিলাচ্ছেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।