আমাদের কথা খুঁজে নিন

   

''বালিকার কাছে সত্যিটা বলা হয়নি, সত্যি কথাটা চেপে গেলাম''

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি। পড়ন্ত বিকেলে সূর্য ডোবার আয়োজনকে সঙী করে হাটতে বের হলাম। কিছু দুর গিয়ে দেখি কতকগুলো লোক কিছু একটা করছে, যেহেতু কোন কাজ নাই তাই দাড়িয়ে দেখতে লাগলাম...এমন সময় বালিকার ফোন... বালিকা: কি করেন? উম উম... চালানো দেখি... বালিকা: অবাক হয়ে উম উম মানে.. আপনার পাশে কিসের শব্দ হচ্ছে? উম উম... চালানোর শব্দ? বালিকা: কিছুটা ধমকের সাথে আবার উম উম করেন কেন..ঠিক করে বলুন কিসের শব্দ হচ্ছে? বলা যাবে না... বালিকা: বলা যাবে না কেন? এক ভন্ড হুজুরের কারনে.. বালিকা : রাগে কট মট করে ফোন রেখে দিলো! হায়রে বালিকা আমি কিভাবে বলি এখানে ''মেশিন'' চলছিল আর সেই মেশিনেরই শব্দ তুমি শুনতে পেয়েছো... সাঈদী ব্যাটা ওরফে দেলু রাজাকার মেশিন শব্দটার বলৎকার করে দিলো ''মেশিন'' শব্দটা এখন খুব বাজে একটা শব্দ হয়েগেছে চাইলেও মুখে বলা যায় না।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।