যেসকল নামধারী মুসলমান বলে ইসলামে কাফিরদের শত্রু বলা যাবেনা, তাদের নিয়ে কিছু বলা যাবেনা , তাদের ধর্মের অসংঘতি বলা যাবেনা, তাদের দেবতাদের অশ্লিলতা বলা যাবেনা ইত্যাদি। সেসকল গন্ডমুর্খ নামধারী মুসলমান কি জানেনা কোরান শরিফে আল্লাহ পাক কি বলেছেন ?
মক্কা শরিফে এক কাফির ছিল মুগিরা , যে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দিত । যার সম্পর্কে আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করেন । যে আয়াত শরিফে আল্লাহ পাক স্বয়ং মুগিরার ১০ টি বদবৈশিষ্ঠ প্রকাশ করেছেন । কি আছে সে আয়াত শরীফে ? আল্লাহ পাক বলেন " সে-
১)মিথ্যা শপথকারী
২) অপমানিত
৩)নিন্দাকারী
৪) পরের দোষ বর্ননাকারী
৫) চোগলখোর
৬) ভালো কাজে নিষেধকারী
৭) সীমা লংঘনকারী
৮) পাপে আকন্ঠ নিমজ্জিত
৯) বদচরিত্র
১০) অধিকন্তু সে অবৈধ সন্তান"
(সুরা কালাম ১০,১১,১২,১৩)
তাহলে দেখা যাচ্ছে আল্লাক পাক নিজেই কাফিরদের চরিত্র উন্মোচন করে দিয়েছেন । সে হিসেবে তো সকল কাফিরদের বদবৈশিষ্ঠ প্রকাশ করা সকল মুসলমানের উচিত । তাহলে যারা ধর্মের দোহাই দিয়ে কাফিরদের বদচরিত্র সবাইকে জানাতে বাধা প্রদান করতেছে তারা কি হবে ? তারা ওই সকল কাফিরদের বন্ধু হইবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।