আমাদের কথা খুঁজে নিন

   

নামধারী মুসলিম! এই সংখ্যাটা আসলে কত?

শ্বাস-প্রশ্বাসে স্বাধীনতা, চিন্তায় মানবতা...

নামধারী মুসলিম! এই সংখ্যাটা আসলে কত? আমার ভয় হয়, একটা জরিপ করা হলে এই নামধারী মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা প্রকাশ পাবে যা আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য খুবই দুঃখজনক। অবশ্য, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটি তেমন কিছুই না! দুঃখজনক বলে বিবেচিত হওয়া তো ভাই অনেক দূরের কথা... দেশে এখন অসাম্প্রদায়িকতার ঝড় বইছে...শিক্ষা ব্যবস্থা আর রাষ্ট্রীয় নিয়ম-নীতি থেকে ইসলাম কে দিন দিন সাইড করে দেয়া হচ্ছে। আর আমাদের মিডিয়া তো মাশাআল্লাহ!! নানা রকম অনৈসলামিক কর্মকাণ্ডকে সারাদিন-রাত প্রচার করে করে আমাদের মধ্যে গেথে দেয়ার প্রচেষ্টা চলছে। ভারতীয় নোংরা সংস্কৃতিকে আমাদেরই দেশের কিছু মানুষ অবলীলায় গ্রহন করছে... প্রকৃত মুসলিমরা প্রতিবাদ করতে গেলে তাদের কে জামায়াত-শিবির কিংবা হেফাজত ট্যাগ লাগিয়ে একরকম কোনঠাসা করে রাখা হচ্ছে!! কি হবে এদেশে?? আল্লাহ্‌র কাছে আপাতত প্রতি ওয়াক্ত সালাতের পর এই দু’আ-ই করি যাতে দেশে ইসলামী শাসনব্যবস্থা কায়েম হয়। দেশের মুসলিম জনতা যাতে পথভ্রষ্ট না হয়, ভুল পথে পা না বাড়ায়...(আমীন) কি জানি! হয়তো কেউ কেউ আমাকেও মৌলবাদী-জঙ্গি আখ্যা দিচ্ছেন। তবে এ নিয়ে আমার চুল পরিমান চিন্তার সময় নেই... আমি কোন চিন্তাবিদ নই, তবুও আমার দুশ্চিন্তা হয় আমার দেশ নিয়ে, আমার মুসলিম জনতাকে নিয়ে! অন্তত একজন সাধারন নাগরিক হিসেবে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.