আমাদের কথা খুঁজে নিন

   

যুবলীগ নেতাকে হত্যার হুমকি দিলেন মান্নান 

ঢাকার দোহার উপজেলা যুবলীগ সদস্য রফিকুল ইসলাম স্বপন বেপারিকে হত্যার হুমকি দিয়েছেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানের খালাত ভাই আসাদুজ্জামান দিপু (দ্বীপক)। তিনি প্রতিমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিবও (এপিএস)। দোহার থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বপন বেপারি।

জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নারিশা বাজার এলাকায় দিপু ১৫-১৬ ব্যক্তিকে নিয়ে স্বপন বেপারির সঙ্গে নির্বাচনী বিষয়ে কথা বলতে আসেন। কিন্তু মতবিরোধ থাকায় তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দিপু তার কথামতো না চললে স্বপনকে হত্যার হুমকি দিয়ে চলে যান। স্বপন বেপারি বলেন, 'উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলকে বিষয়টি জানানো হয়েছে।' ঘটনার সত্যতা স্বীকার করে নজরুল ইসলাম বাবুল বলেন, 'দলীয়ভাবে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।' প্রসঙ্গত, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ সম্প্রতি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এর জের ধরেই এ যুবলীগ নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.