আমাদের কথা খুঁজে নিন

   

‘নৈরাজ্য চললে খালেদারও একই ভাগ্য হবে’

রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজ আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে- কেন বিরোধীদলীয় নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে? এ ধারা অব্যাহত থাকলে খালেদা জিয়াসহ বিএনপির অন্য শীর্ষ নেতাদেরও একই পরিণতি বরণ করতে হবে। ”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুই সপ্তাহে তিন দিন করে ছয় দিন হরতালের পর শুক্রবার বিকালে আরো ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই ঘোষণার পরপরই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ও বাসা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাতে কারওয়ানবাজার থেকে গ্রেপ্তার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া।

এরপর মধ্যরাতে গুলশানে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টু এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাস।

শনিবার এই পাঁচজনকে দুই মামলায় আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
শীর্ষ নেতারা গ্রেপ্তার প্রতিবাদে বুধবারও হরতালের ঘোষণা দেয় বিএনপি।
বিএনপি নেতাদের গ্রেপ্তারের যৌক্তিকতা ব্যাখ্যা করে আইন প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রীয় জানমাল রক্ষার দায়িত্ব সরকারের, কিন্তু তারা (বিরোধী দল) এ জানমালের জন্য হুমকিস্বরূপ। বিভিন্ন বক্তব্যে তারা নাশকতা ও উস্কানির ইন্ধন, পরিকল্পনা জুগিয়েছেন। পৃষ্টপোষকতা করেছেন।


বঙ্গবন্ধু একাডেমি জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।