তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত, যুদ্ধাপরাধী ও হেফাজতের ট্রেন পাকিস্তানমুখী। তারা একই যাত্রার অভিযাত্রী। সহিংসতা আর নাশকতার মাধ্যমে তারা দেশের গণতন্ত্র নস্যাৎ করতে চায়। তাই আমাদের সামনে এখন চারটি চ্যালেঞ্জ। তা হলো 'সংলাপ সফল করা, সবাইকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করা, বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করা আর জঙ্গিবাদ ও তেঁতুল হুজুরদের দূর করা।' শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনার নেতৃত্বে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাজপথে থাকারও অঙ্গীকার করেন তথ্যমন্ত্রী। দিবসটিতে কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। সকালে গুলিস্তানের জিরোপয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার প্রমুখ এতে অংশ নেন। এ ছাড়া ন্যাপ ভাসানী, শহীদ নূর হোসেন সংসদ, গণতান্ত্রিক লীগ, নারীমুক্তি আন্দোলন, কমিউনিস্ট পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। দিবসটি উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। বাসদ আহ্বায়ক রেজাউর রশীদ খান এতে সভাপতিত্ব করেন।
প্রেসক্লাবে আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, 'হরতালে নৈরাজ্য অব্যাহত থাকলে বেগম খালেদা জিয়াসহ বিএনপির অন্য শীর্ষস্থানীয় নেতাদেরও একই পরিণতি হবে।' সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন ফয়েজ উদ্দিন মিয়া, অরুণ সরকার রানা, হুমায়ুন কবির মিজি প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।