আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নতুন বেতন কাঠামো অ÷

মাসে সর্বোচ্চ ৯৩ হাজার ৭৫০ টাকা এবং সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ও বাংলাদেশ ব্যাংকের পৃথক বেতন কাঠামো চূড়ান্ত অনুমোন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। গতকালই এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এর গেজেট প্রকাশ হবে। সপ্তাহের প্রথম দিন রবিবারই গেজেট প্রকাশিত হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থসচিব ফজলে কবিরের কাছে জানতে চাইলে তিনিও বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

সূত্রমতে, নতুন বেতন কাঠামোতে ১১টি স্কেল রয়েছে। এখন চালু আছে ১৯টি স্কেল। ১৯টি বেতন স্কেলকে সমন্বয় করে ১১টি স্কেলে রূপান্তর করা হয়েছে। অবশ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান ১৯টি বেতন স্কেলকে ১১টি স্কেলে রূপান্তরের ফলে কমিটির সুপারিশ ও রূপরেখার পরও একীভূত গ্রেডগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন নির্ধারণের ক্ষেত্রে অসামঞ্জস্য সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিষয়টি নিষ্পত্তি করবে। কোনো কর্মকর্তা ও কর্মচারী যাতে বর্তমানের চেয়ে বেতন কম না পান সেটিও নিশ্চিত করবে নিজ নিজ প্রতিষ্ঠান। নতুন অভিন্ন বেতন কাঠামোর বাইরে সব কর্মকর্তা ও কর্মচারী প্রতি কার্যদিবসে ২০০ টাকা হারে মধ্যাহ্ন ভোজের ভাতা পাবেন। তবে কর্মকর্তা ও কর্মচারীকে নিজস্ব তহবিল থেকে আয়কর প্রদানের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত দুটি বেতন কাঠামোতে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে মহাব্যবস্থাপকের প্রারম্ভিক বেতন ৫৫ হাজার টাকা, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, ১০ শতাংশ চিকিৎসা ভাতা ধরে মোট বেতন নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ৭৫০ টাকা। উপ-মহাব্যবস্থাপকের প্রারম্ভিক বেতন ৪৫ হাজার টাকা, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, ১০ শতাংশ চিকিৎসা ভাতা ধরে মোট বেতন ৭৭ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সহকারী ব্যবস্থাপকের প্রারম্ভিক বেতন ৩৬ হাজার টাকা, বাড়ি ভাড়া ৬৫ শতাংশ, চিকিৎসা ভাতা ১০ শতাংশ হারে মোট বেতন দাঁড়িয়েছে ৬২ হাজার ৪০০ টাকা। একইভাবে সিনিয়র প্রিন্সিপাল অফিসারের প্রারম্ভিক বেতন ৩০ হাজার টাকা, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা ৩ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১০ শতাংশ ধরে মোট বেতন ৫৫ হাজার ৫০০ টাকা। প্রিন্সিপাল অফিসারের প্রারম্ভিক বেতন ২৪ হাজার টাকা, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা ১০ শতাংশ, চিকিংসা ভাতা ২ হাজার ৪০০ টাকা ধরে মোট বেতন ৪৫ হাজার টাকা। সিনিয়র অফিসারের প্রারম্ভিক বেতন ১৮ হাজার টাকা, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা ১০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৮০০ ও শিশু ভাতা ৫০০ টাকা ধরে মোট বেতন ৩৩ হাজার ৫০০ টাকা। অফিসারের প্রারম্ভিক বেতন ১৫ হাজার টাকা, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা ১০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ ও শিশু ভাতা ৫০০ টাকা ধরে মোট বেতন ২৮ হাজার ২৫০ টাকা। জুনিয়র অফিসারের প্রাারম্ভিক বেতন ১২ হাজার টাকা, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা ১০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ২০০ ও শিশু ভাতা ৫০০ টাকা ধরে মোট বেতন ২৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট অফিসার অফিসার গ্রেড-১/ইউডিএ, অ্যাসিস্ট্যান্ট অফিসার অফিসার গ্রেড-১/এলডিএ এলডিএ সমমান (টাইমস্কেল) প্রারম্ভিক বেতন ১০ হাজার টাকা, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা ১০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ও শিশু ভাতা ৫০০ টাকা ধরে মোট ১৯ হাজার ৫০০ টাকা। সিএলডিএ/ড্রাইভার/কেয়ারটেকার-১, কেয়ারটেকার-২ প্রারম্ভিক বেতন ৮ হাজার টাকা, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা ১০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ ও শিশু ভাতা ৫০০ টাকা ধরে মোট ১৬ হাজার টাকা। সাপোর্ট স্টাফ-১, সাপোর্ট স্টাফ-২, সাপোর্ট স্টাফ-৩, এমএলএসএস/সমমান প্রারম্ভিক বেতন ৬ হাজার টাকা, ৬৫ শতাংশ বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা ১০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬০০ ও শিশু ভাতা ৫০০ টাকা ধরে মোট বেতন ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বেতন কাঠামোতে নির্বাহী পরিচালকের বেতন ৯৩ হাজার ৭৫০ টাকা, আর সর্বনিম্ন বেতন এমএলএসস ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংকের বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.