চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে ফের অগি্নসংযোগ করেছেন বিএনপি ও জামায়াতের কর্মীরা। ফলে মিরসরাইর দারোগারহাট থেকে চট্টগ্রামের প্রবেশপথ সিটি গেট পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। এর আগে রবিবারও সীতাকুণ্ড উপজেলা জামায়াত নেতা আমিনুল ইসলামকে আটকের প্রতিবাদে বাড়বকুণ্ডে গাড়িতে অগি্নসংযোগ ও ভাঙচুর করেন জামায়াত-শিবির কর্মীরা। এ কারণে রবিবার রাতেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
জানা যায়, গতকাল ভোরে উপজেলা সদরের কাছাকাছি বাইপাস সড়কের বাস কাউন্টার এলাকায় দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, থানার সামনে মহাসড়কে গতকাল ভোরে দুর্বৃত্তরা কয়েকটি গাড়িতে ?অগি্নসংযোগ করেছে। এ সময় মহাসড়কের মিরসরাইর দারোগারহাট থেকে নগরীর সিটি গেট পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
চট্টগ্রামে দুই দিনের পরিবহন ধর্মঘট : হরতালের সময় রাজনৈতিক সহিংসতা, শ্রমিক নির্যাতন, যানবাহনে অগি্নসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে দুই দিনের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন মালিক-শ্রমিকরা। আগামীকাল ও পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সব ধরনের পণ্য ও যাত্রী পরিবহন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গতকাল দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট তিন দফায় ১০ দিন হরতালের কর্মসূচি পালন করে। এ সময় চট্টগ্রামসহ দেশজুড়ে যানবাহনে অগি্নসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই-সীতাকুন্ড অংশে কয়েক দফায় গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সকালেও বেশ কিছু পণ্যবাহী গাড়িতে আগুন দেওয়া হয়। আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। এ সময় চট্টগ্রাম থেকে সব ধরনের পণ্য ও যাত্রী পরিবহন বন্ধ রাখা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।