আমাদের কথা খুঁজে নিন

   

রংধনু গাছ


রংধনু আকাশে দেখি। রংধনু পাহার নিয়েও সংবাদ আছে। এবার আসুন রংধনু গাছ সম্পর্কে জানি। প্রবাদ আছে এক অঙ্গে কত রং ধর হে। রংধনু গাছে একেক সময়ে একেক রং ধরে।

গাছটির নাম ইউক্যালিপটাস ডেগলুপ্টা, মিনডানাও গাম অথবা রেইনবো গাম। এই গাছ গুলো গুলোর গন্ধ অন্য ইউক্যালিপটাস গামের মত নয়। রংধনু গাছের বাকল বিভিন্ন রং এর হয়ে থাকে। সারা বছর ধরেই গাছের বাকলে নানা রং এর কষ উৎপন্ন হয়। যে কারণে গাছটি বিভিন্ন সময়ে বিভিন্ন রং এর দেখাঙ।

গাছে গুড়িতে এই রং এর আধিক্য বেশি দেখায়। সারা বছরই এই গাছ সজীব ও তরতাজা থাকে। এদের উচ্চতা ৬০ থেকে ৭৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। বছরে ৮ ফুট বেড়ে থাকে। গাছ গুলো পাশে(ব্যাস) ২৪০ সেন্টিমিটার চওড়া হয়।

এ গাছ থেকে কাগজ তৈরি করা হয়। সৌন্দর্য বর্ধক হিসেবে এর চাষ করা হয়। এই প্রজাতি গাছ গুলো ইন্দোনেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াতে পাওয়া যায়। অন্য একটি পোস্ট ভীতিকর কেক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।