আমাদের কথা খুঁজে নিন

   

একমুঠো জোনাকি হাতে কবি ভেসে যায় চন্দ্র সায়রে!

ইচ্ছে করে পানকৌড়ির মতন অবেলায় অবহেলায় জীবনটাকে কাটিয়ে দিতে!!
তোমার চোখের মধ্যে সূর্যোদয়, মন্দিরের ভাস্কর্য, একলা নদী আর আমার গোপন ঈশ্বর! ঐ চোখে ভেসে বেড়ায় রঙিন মাতাল ফাগুন, ঘাস ফুল ঝিকিমিকি আগুন স্বর্ণলতা রোদ! আজ কৃষ্ণচূড়া রক্তজবা আর পলাশ ফুলের উৎসব! ঝলমলে আলোকিত সকালে বাসন্তী হাওয়ায় মন ছুঁয়ে থাকে ঘুঘুর বুকের মতো ওম ইচ্ছে করে তোমার বুকের বকুল ফুলের গন্ধ নিতে! গোপন প্রেমের জল ঝরে মনের মর্মর গলে গলে পড়ে অনুভূতি-মাখা মোম। মনে পড়ে একদিন অনন্ত মধ্যরাতে বৃষ্টি নেমেছিল; হিজল গাছ মেঘ-দল আর বিশুদ্ধ পদ্মকে সাথে নিয়ে যুগল-স্নানে ভিজেছিলাম রাতভর! কোকিলের ডাক মঠের ঐ বিরাট গম্বুজ আলোকিত দুপুরের কাছে রেখে একমুঠো জোনাকি হাতে কবি ভেসে যায় চন্দ্র সায়রে!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।