পার্খিব জানালায় দেখি অপার্থিব আমিকে
মোরে পাগলে পাইছে নইলে মোর কোন দরকার আছিল ব্লগিং করনের আপনারা বিচার করেন-
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৮টি
মন্তব্য করেছেন: ৫টি
মন্তব্য পেয়েছেন: ৬টি
ব্লগ লিখেছেন: ৮ মাস ২ সপ্তাহ
ব্লগটি মোট ৫২ বার দেখা হয়েছে
কি বুঝলেন। হ এইডাই আমার ব্লগিং আমলনামা। পাঠক যদি বিচারক হন তাহলে বলুন এতে কি বোঝা যায় আমার মত বোকাচো..র দরকার আছে এই প্লাটফর্মে?
?
?
?
এইবার ঝেড়ে কাশনের পালা- প্রশ্ন করতে পারেন আমার ব্লগিং আমলনামার এই করুন হালের জন্য আমি নিজেই দায়ী। মানসম্মত লেখা নিয়ে হাজির হলে এই ব্লগে হাজারো পাঠকের অভাব হয় না। সহমত।
স্যাডিষ্টরা বলতে পারেন-তোমার বদ নসিব। কোন বাজীকরণ তৈল/মহাশক্তি পাথর ব্যবহার কর নাই। ফলাফল তোমার ব্লগিং আমলনামা। সহমত।
কোন আতেল কবি বলে উঠতে পারেন- "আহা! পরিসংখ্যান তো নয় যেন হিন্দি ফিল্মের হিরোইনের নেকাব।
একদিকে ঢাকি তো বাদবাকী চিচিংফাক!" সহমত।
আসেন এইবার আসল কথা খোলসা করিয়া আপনাদের অশেষ নেকী হাসেল করনের মহা বন্দবস্ত করিয়া দো-জাহানের মহাবাশ খাওনের এন্তেজাম করিয়া দেই। এই সেই মহা সত্য দোস্ত যাহা জানার জন্য আমার এই বস্তাপচা প্যাচাল এতক্ষন সহ্য করার হিম্মত করছেন। আপনাদের এই অশেষ ধৈয্য দেখিয়া আমার তর সইতেছে না। এইবার বলিয়াই দেই কি বলেন?
"আজই আমি জেনারেল হইছি!!! হ ঠিকই পড়তাছেন।
একজন গর্ভবতী মহিলার মা হতে লাগে ১০ মাস ১০ দিন। আমার জেনারেল হইতে লাগছে ০৮ মাস ১৪ দিন!!! সত্যিই সেলুকাস!!! বিচিত্র ব্লগিং প্লাটফর্ম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।