আমাদের কথা খুঁজে নিন

   

আটে উঠলেন সিদ্দিকুর

বিশ্বকাপ শেষ করে বিশ্রাম নিতে পারেননি বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। অস্ট্রেলিয়া থেকে উড়ে ইন্দোনেশিয়ান ওপেনে খেলতে নামেন। শরীরে ক্লান্তি থাকাতে শুরুটা ভালো করতে পারেননি তিনি। দ্বিতীয় রাউন্ড শেষে তার অবস্থান ছিল যুগ্মভাবে ১৩ নম্বরে। তৃতীয় রাউন্ডে আরও জ্বলে উঠলেন। শনিবার ম্যাচ শেষে ১৩ থেকে এক লাফে উঠে এসেছেন আট নম্বরে। তবে একা নন এই পজিশনে সঙ্গী হিসেবে পেয়েছেন আরেক জনকে। গতকাল পারের চেয়ে ৮ শট কম খেলেছেন সিদ্দিকুর। এই রাউন্ডে পাঁচটি বার ডি'র (কোনো হোলে নির্ধারিত পারের চেয়ে একশট কম) পাশাপাশি তিনটি বগি (পারের চেয়ে একশট বেশি) করায় পারের চেয়ে দুইশট কম নিয়ে খেলা শেষ করেন সিদ্দিকুর। তবে দিনের শুরুটা দারুণ হয়েছিল। শুক্রবার দ্বিতীয় রাউন্ডে বজ পাতের কারণে সিদ্দিকুরসহ ৫৪ জন খেলা শেষ করতে পারেননি। তখন দুই হোল বাকি ছিল সিদ্দিকুরের। গতকাল সকালে ওই দুই হোলেই 'বার্ডি' করেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ খেলা সিদ্দিকুর। সাড়ে ৭ লাখ মার্কিন ডলারের এ টুর্নামেন্টে পারের চেয়ে ১৩টি করে শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন ভারতের গগন জিতুলার ও থাইল্যান্ডের জাজ জানে ওয়াতানানন্দ। ইন্দোনেশিয়া ওপেনের পর ৫ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য ১৩ লাখ ডলারের টুর্নামেন্ট খেলতে সিদ্দিকুরের হংকং যাওয়ার কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.