এভারেস্ট অভিযাত্রীদের এখন থেকে বয়ে নিয়ে যাওয়া জিনিসপত্রের সঙ্গে আট কেজি আবর্জনা নিয়ে নামতে হবে। বিশ্বের উচ্চতম শৃঙ্গকে পরিচ্ছন্ন করার প্রয়াসে এই আইন করা হচ্ছে বলে নেপালের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মধুসূদন বারলাকোতি বলেন, আগামী এপ্রিলে হিমালয়ের বেস ক্যাম্প থেকে যাত্রা করা পর্বতারোহীদের দিয়েই আইনটি বাস্তবায়ন শুরু হবে। আইনটি মানতে ব্যর্থদের মুখোমুখি হতে হবে আইনি ব্যবস্থার, বলেন বারলাকোতি। তবে সাজার ধরন কেমন হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি। অনেকদিন ধরেই এভারেস্ট চূড়ায় জমছে অভিযাত্রীদের ফেলে আসা বিভিন্ন জিনিসপত্র। এর মধ্যে অঙ্েিজন সিলিন্ডার, মানববর্জ্য এমনকি অভিযানে গিয়ে মারা যাওয়া অভিযাত্রীদের মৃতদেহও রয়েছে। অতিরিক্ত ঠাণ্ডায় এসব আবর্জনার কোনো পচনও নেই। আগামী মাসেই বেস ক্যাম্পে এই কার্যালয় চালু করা হবে। এমনিতে অভিযাত্রীদের এভারেস্টে ওঠার আগে চার হাজার ডলার জমা দিতে হয়। অভিযান শেষে যদি তারা দেখাতে পারেন, বয়ে নিয়ে যাওয়া সব জিনিস ফেরত এনেছেন, তাহলে ওই অর্থ ফেরত দেওয়া হয়। এভারেস্ট দূষণের বিষয়ে অনেকদিন ধরেই সোচ্চার পরিবেশবাদী ও পর্বতারোহী বিভিন্ন সংগঠন। বিভিন্ন সময় এভারেস্টে পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।