আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড

টানা তিন অ্যাশেজ জয়ের পর ইংলিশদের আত্দবিশ্বাস ছিল তুঙ্গে। তারা ভেবেছিল এবারও হয়তো ব্যতিক্রম হবে না। কিন্তু প্রথম ম্যাচেই ইংলিশদের আত্দবিশ্বাসে অনেকটা ভাঙন ধরেছে। ব্রিসবেনে বিশাল ব্যবধানে পরাজয়টা যেন কেউই মেনে নিতে পারেনি। আসলে শুধু পারফরম্যান্সে নয়, ইংলিশরা ধরা খেয়ে গেছে অসিদের কৌশলের কাছে।

কেননা ইংলিশরা তো প্রস্তুতি নিয়ে এসেছিল শুধু মাঠে খেলার জন্য, কিন্তু খেলার বাইরেও যে তাদেরকে নানা ঘটনার সম্মুখীন হতে হবে তা কে জানতো?

স্লেজিং করে জোনাথন ট্রট ও জেমস অ্যান্ডারসনকে মানসিকভাবে দুর্বল করে ফেলা। এমন কি শেষ পর্যন্ত প্রথম টেস্ট খেলার পরই দেশেও ফিরে যেতে হয়েছে ট্রটকে। তারপর অসি মিডিয়ায় কেভিন পিটারসেনকে নিয়ে নানা সমালোচনা। তাছাড়া উইকেটের কারসাজি তো ছিলই। সব কিছুর প্রভাব যে ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে তা তো দেখাই যাচ্ছে।

এতো সব প্রতিকূলতার পরও আজ দ্বিতীয় টেস্ট খেলতে অ্যাডিলেডে মাঠে নামছে তারা। তবে এই মাঠে অনেক সুখ-স্মৃতি রয়েছে ইংলিশদের। এর আগের সফরে অ্যাশেজ সিরিজে এই মাঠে প্রথম দুই রানেই তিনজন অসি ব্যাটসম্যানকে আউট করে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিল ইংল্যান্ড। ওই ম্যাচে ইংনিস ব্যবধানে জিতেছিল অ্যান্ড্র স্ট্রাউসের দল। পন্টিংরা ভেঙে পড়েছিল ইংলিশ বোলারদের সামনে।

তবে এবার পন্টিংও নেই, স্ট্রাউসও নেই। প্রেক্ষাপটও ভিন্ন। অ্যালিস্টার কুকের সামনে এখন সিরিজে সমতা আনার চ্যালেঞ্জ। দলের ব্যাটিং কোচ গ্রাহাম গুচ অবশ্য মনে করছেন অ্যাডিলেডে মাঠে নামবে নতুন এক ইংল্যান্ড। তিনি বলেন, 'ব্রিসবেনে আমরা ভালো করতে পারিনি।

কিন্তু আমার মনে হয়, এখানে আমরা অনেক ভালো করব। দেখা যাক কি হয়!'

প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়ের পরও কিন্তু সে াতে গা ভাসিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। তার চেয়ে বরং তারা আরও বেশি আত্দবিশ্বাস নিয়ে অ্যাডিলেডে মাঠে নামবে। তাছাড়া টানা তিন অ্যাশেজে হারার পর এবার ঘরের মাঠে অনেক কৌশলী তারা। বিভিন্ন ভেন্যুর উইকেটগুলোও তৈরি করা হয়েছে ভিন্ন ভিন্নভাবে।

ব্রিসবেনের উইকেটে ভালো পেস ও বাউন্স ছিল। কিন্তু অ্যাডিলেডের উইকেট তৈরি করা হয়েছে ব্যাটিং সহায়ক করে। তবে সম্পূর্ণ নতুন উইকেট বলে অস্ট্রেলিয়াও কিছু দ্বিধায় থাকবে। কিন্তু উইকেট নিয়ে ভাবতে চান না অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। 'উইকেটে হয়তো ব্রিসবেনের মতো পেস ও বাউন্স থাকবে না।

তবে আমাদের লক্ষ্য থাকবে একটাই -জিততে হবে। '

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.