আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে দাঁড়াতে চান মাশরাফি

অনুশীলনের শিডিউল সময় ছিল দুপুর সাড়ে তিনটা। কাল এক ঘণ্টা আগেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয় বাংলাদেশ ক্রিকেট দল। ঘণ্টাখানেক আগে অনুশীলনে আসার একটাই উদ্দেশ্য ক্রিকেটারদের, মানসিক চাপ এবং হতাশাকে ঝেড়ে ফেলে নতুন করে, নতুন উদ্যমে ময়দানি লড়াইয়ে নামা। চৈত্রের দাবদাহে বিপর্যস্ত যখন জীবনযাত্রা, তখন মিরপুর স্টেডিয়াম লাগোয়া একাডেমি মাঠে অনুশীলনে ঘাম ঝরান মুশফিকবাহিনী। বলের সানি্নধ্যে একটু বেশি করে এসে, একটু বেশি করে সখ্যতা গড়ে ভালো ক্রিকেট খেলতে কাল কঠোর অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

গত দুই মাস অধারাবাহিক ক্রিকেট খেলে ক্রিকেটাররা মানসিকভাবে এতটাই নাকাল যে, কোনোভাবেই ফিরে পাচ্ছেন না ছন্দ, তাল, লয়। খুঁজে বেড়াচ্ছেন এসব। আজ প্রতিপক্ষ মহাশক্তিধর ভারত। ছন্দে ফেরার জন্য কঠিন প্রতিপক্ষ। তারপরও নিজেদের ফিরে পেতে চাইছেন ক্রিকেটাররা।

ঝেড়ে ফেলতে চাইছেন সব হতাশা। কাল মিডিয়ার মুখোমুখিতে এমনই বললেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত দুই মাস ধরে জয় শব্দটা প্রায় অপরিচিত হয়ে উঠছে টাইগারদের কাছে। ১৩ ম্যাচে হার ১১ এবং টানা হার ৯টিতে। গত তিন সপ্তাহের মধ্যে দুই দুইবার হেরেছে দুই আইসিসি সহযোগী দেশ আফগানিস্তান ও হংকংয়ের কাছে।

৭২ ঘণ্টা আগে হেরেছে টি-২০ বিশ্বকাপের বর্তমান চাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে। এই তিন হারে চরমভাবে সমালোচিত ক্রিকেটাররা। হারের লজ্জা থেকে রেহাই চান ক্রিকেটপ্রেমীরা। চান ক্রিকেটাররাও। কাল সেই কথাই বললেন মাশরাফি, 'শেষ দুটি ম্যাচে আমরা যেভাবে হেরেছি, সেটা অবশ্যই হতাশাজনক।

পরের ম্যাচগুলোতে আমরা ভালো খেলতে চাই। ভালো খেলাই এখন আমাদের লক্ষ্য। চেষ্টা করব যতটা সম্ভব লড়াই করার। তবে এটাও ঠিক আমাদের চেষ্টা করব জিততে। অবশ্য সবার আগে শুরুটা ভালো করতে হবে।

ভালো করতে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলতে হবে। ' হংকংয়ের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে অসহায় আত্মসমর্পণ। ক্রিকেটপ্রেমীরা যেমন মেনে নিতে পারেননি, পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি অধিনায়ক মুশফিক, কোচ শেন জারগেনসনসহ টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে বিরক্ত প্রকাশ করেন। বিসিবি সভাপতির বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মাশরাফি, 'বিসিবি সভাপতির মন্তব্যের বিষয়ে মন্তব্য করা কঠিন।

দল যেভাবে দুটি ম্যাচ হেরেছে, তাতে সমালোচনা হওয়াই স্বাভাবিক। '

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.