আমাদের কথা খুঁজে নিন

   

দুটি কবিতা

১. অতীত

সুন্দর, তুমি মৃত্যুর মতো এসেছিলে কাছে

আমাকে নিয়ে যাবে বলে এই বিষাদমাখা ভোরবেলা তুমি এলে

আমি সারাদিন তাই অতীত ভুলে তোমার সাথেই কাটালাম

শিশুদের মতো হেসে খেলে

জানি বিকেল আর সন্ধ্যা যাবে আরো বিষণ্ন

আর রাত্রিতে আবার অতীত এসে ঘুমাবে আমার বালিশের একপাশে।

২. আমার না-থামা পথ

আমার পায়ে পায়ে পথ, পথে পথে পা।

পথ এবং পায়ের এই আশ্চর্য মিল

কেউ আবিষ্কার করতে পারেনি

পায়ে পায়ে পথ, পথে পথে পা।

মানুষের অজ্ঞাতে মানুষ তাই

মূলত পথিক, মানুষের প্রাণ তাই পথিকের প্রাণ

তবু সংসার প্রাণপণে ডাকে, সর্বান্তঃকরণে।

সংসারের আবর্তিত ঋতুচক্র

গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত-শীত-বসন্ত

সারস পাখির মতো অন্তরঙ্গ হয়ে ঝুঁকে পড়ে, ডাকে

এসো সংসারে এসো গভীর সংসারে এসো, এসো-

কিন্তু আমার যে না-থামা পথ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.