আম্বার বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের চতুর্থ রাউন্ডটি ছিল রেকর্ডময়। দিনের প্রথম ম্যাচে হ্যাটট্রিকসহ এক ওভারে ৫ উইকেট নেন ইউসিবি-বিসিবি একাদশের আল-আমিন। দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি করেন এনামুল হক বিজয় এবং রেকর্ড ৬ উইকেট নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এনামুলের সেঞ্চুরি ও সাকিবের বিধ্বংসী বোলিংয়ে প্রাইম ব্যাংক ১৫৯ রানের বড় জয় তুলে ফাইনালের পথে এগিয়েছে এক ধাপ। সাকিবের ঘূর্ণিতে মোহামেডানের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৪৫ রানে। দিনের দ্বিতীয় খেলায় প্রথমে ব্যাট করে প্রাইম ব্যাংক। ২১ রানে লিটন সরকারের বিদায়ের পর দ্বিতীয় উইকেট জুটিতে এনামুল ও সাবি্বর রহমান রুম্মন ৭৫ রান যোগ করেন ৮.১ ওভারে। এরপর তৃতীয় উইকেট জুটিতে এনামুল ও অধিনায়ক সাকিব ৯৯ রান যোগ করেন ৮.২ ওভারে। এনামুল মাত্র ৬৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করে আউট হলেও অপরাজিত থাকেন সাকিব। সাকিব মাত্র ২৮ বলে ২০৩.৫৭ স্ট্রাইক রেটে ৬ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন। এনামুল ও সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ২০ ওভারে ৩ উইকেটে ২০৪ রান করে। আসরে এটাই এখন পর্যন্ত একমাত্র দ্বিশতাধিক ইনিংস। ২০৫ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বল থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে মোহামেডান। বিশেষ করে সাকিব যখনই বোলিং করেছেন, তখনই উইকেট নিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।