আমাদের কথা খুঁজে নিন

   

লাখো কণ্ঠে জাতীয় সংগীত

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গতকাল তিন লাখেরও বেশি কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়েছে। বিশ্ব রেকর্ড গড়ার জন্য গতকাল ১১টা ২০ মিনিটে সমবেত কণ্ঠে গাওয়া হয় 'সোনার বাংলা' গানটির প্রথম ১০ লাইন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্ট নাগরিকরা, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দেশের অর্থনীতিতে সর্বোচ্চ অবদানের কৃতিত্বধারী পোশাকশিল্পের শ্রমিকসহ সর্বস্তরের মানুষ জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে অংশ নেয়। এ অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ট্রেন-বাসের যাত্রীসহ অন্যান্য লাখ লাখ মানুষও জাতীয় সংগীত গাওয়া, অনুষ্ঠানে শরিক হন ও কণ্ঠ মিলান। স্মর্তব্য, গতকাল প্যারেড গ্রাউন্ডের মঞ্চ থেকে জানানো হয় জাতীয় সংগীত গাওয়ার জন্য উপস্থিত দুই লাখ ৫৪ হাজার ৬৮১ জনকে গণনা করা হয়েছে। তবে প্যারেড গ্রাউন্ড ও কাছের আরও হাজার হাজার মানুষ জাতীয় সংগীত গাওয়ার এই অনন্য অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে অংশ নেন। জাতীয় সংগীত গাওয়ার এ অনুষ্ঠানে গিনেস বুক কর্তৃপক্ষের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত গাওয়ার সময় সবাই ঠোঁট মেলাচ্ছেন কি-না এটিসহ রেকর্ডের জন্য প্রয়োজনীয় শর্তগুলো তারা পর্যবেক্ষণ করেছেন। শতকরা ৫ ভাগ লোকও যদি কণ্ঠ না মেলান, তবে বিশ্বরেকর্ড স্থাপনের এই প্রয়াস স্বীকৃতি পাবে না। স্মর্তব্য, সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ড এখন ভারতের দখলে। গত বছরের ৬ মে ভারতের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্যোগে ১ লাখ ২২ হাজার মানুষের অংশগ্রহণে ওই রেকর্ড স্থাপিত হয়। গিনেস বুক কর্তৃপক্ষের স্বীকৃতি মিললে বাংলাদেশে গড়া হবে নতুন রেকর্ড। বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে রক্তের বিনিময়ে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সংগীতের এ বাণী দেশের লাখ লাখ মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছে। লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এ উদ্যোগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করলে তা হবে এক বিরাট অর্জন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.