আমি তোকে অভিশাপ দিচ্ছি
অভিশাপ দিচ্ছি আমার ভোটাধিকার কেঁডে নেয়ার জন্য
অভিশাপ দিচ্ছি আমার মায়ের বুক খালি করার জন্য
অভিশাপ দিচ্ছি এই আমার ২৯তম জন্মদিনে
অভিশাপ দিচ্ছি ভাইয়ে-ভাইয়ে হিংসা জাগানোর জন্যে
অভিশাপ দিচ্ছি প্রতিহিংসার দেবী নেমেসিসের নামে
আমি তোকে অভিশাপ দিচ্ছি যৌবনের দেবী হেবার নামে
তুই অভিশপ্ত সম্প্রীতি নষ্ট্র করেছিস বলে
তুই অভিশপ্ত হিংস্রার আগুন জ্বালিয়েছিস বলে
অভিশাপ দিচ্ছি কবর-স্বর্স্বানের অগুনিত অতৃপ্ত আত্বার নামে
যৌবনের সমস্ত শক্তি দিয়ে আমি অভিশাপ দিচ্ছি তোকে
ঐ দেখ প্রতিহিংসার দেবী নেমে আসছে
নেমে আসছে নেমেসিস......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।