টাঙ্গাইলে ট্রেন-ট্রাক সংঘর্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা কমলাপুর রেলসংযোগ সড়কের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক সুজাত আলী (৩৬) ও শ্রমিক নিজাম উদ্দিন (৩০)। নিহতদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। রেলক্রসিং পার হওয়ার সময় রংপুর এঙ্প্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাকটি রেললাইনের পাশর্্বভর্তী খাদে পড়ে পানিতে ডুবে যায়।
কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম ও দাউদকান্দি উপজেলায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার পদুয়ায় একটি কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বেলা আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের যাত্রী টাঙ্গাইল মির্জাপুরের রেজাউল করিম (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় কাভার্ডভ্যান এবং ট্রাকের চালক ও হেলপার আহত হন। আহত চারজনকে ফেনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গাড়িচাপায় মাছ ব্যবসায়ী মনির হোসেন (৩৮) নিহত হয়েছেন। ভোরে রিকশাভ্যানযোগে মৎস্য আড়তে যাওয়ার পথে দাউদকান্দি টোলপ্লাজার কাছে গাড়ির চাপায় তিনি মারা যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।