বিভাগীয় পরীক্ষায় প্রতারণার অভিযোগে সাসপেন্ড হলেন মার্কিন বিমান বাহিনীর ৩৪ জন প্রথম সারির কর্মকর্তা। অভিযুক্তরা বিমান বাহিনীর পরমাণু অস্ত্র নিক্ষেপ বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আছেন সেকেন্ড লেফটেনেন্ট থেকে ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তাও।
বিভাগীয় পরীক্ষায় অসদাচরণের অভিযোগ আনা হয়েছে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে। সম্প্রতি বিমান বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে মাদক নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। এই অভিযোগের তদন্তে নেমেই বিভাগীয় পরীক্ষায় পাস করার জন্য পরমাণু অস্ত্র নিক্ষেপ বিভাগের কর্মকর্তাদের একাংশের অসৎ পন্থা অবলম্বনের বিষয়টি ফাঁস হয়।
তবে অভিযুক্তরা সকলেই পরমাণু অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থাকায় ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ তাদের সরাসরি চাকরি থেকে বহিষ্কার না করে সাসপেন্ড করা হয়েছে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।