আমাদের কথা খুঁজে নিন

   

রাবি প্রশাসন ভবন ঘেরাও

পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাতটি বিভাগে চালুকৃত সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। একই দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বর্ধিত ফি আদায়ের পেছনে অর্থ সংকটসহ বিভিন্ন কারণ তুলে ধরে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে জনসংযোগ দফতর থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি সাংবাদিকদের ই-মেইল করা হয়েছে।

'বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর ব্যানারে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা প্রশাসন ভবনের ফটক বন্ধ করে দেয়। অবরোধ চলাকালে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সমাবেশে বক্তব্য দেন তাসলিমা তাহরিন, খাদেমুল বাসার, সাজেদুল সাজু, শিরিন আক্তার, আশরাফুল ইসলাম, গোলাম মোস্তফা, আবু সুফিয়ান প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.