আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত-শিবিরের ২২ কর্মী আটক

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন নদভীর ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ২২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে তিনি চুনতির শাহ মঞ্জিলে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলের শেষ দিন প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে হামলার শিকার হন তিনি। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেছেন, এটা এমপির ওপর পরিকল্পিত হামলা। এ হামলায় জড়িত একজনকেও ছাড় দেওয়া হবে না। এদিকে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া এখনো জামায়াত-শিবিরের আতঙ্ক থেকে মুক্ত হয়নি। নির্বাচন-পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের অব্যাহত নাশকতা কিছুটা বন্ধ হলেও সে আতঙ্ক কাটেনি এখনো। সর্বশেষ শুক্রবার জামায়াত-শিবিরের হামলার শিকার হন নদভী।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই অনুষ্ঠানে সাতকানিয়া অধিবাসী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার পর প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য এমপি নদভী প্রস্তুতি নিলে তাকে প্রথমে ইট-পাটকেল ছোড়েন মাহফিলে উপস্থিত জামায়াত-শিবিরের কর্মীরা। একপর্যায়ে এমপিকে লক্ষ্য করে জুতা ছোড়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ এবং হামলার শিকার হয়। এতে ঘটনাস্থলে সাত পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ফাঁকা গুলি ছুড়লে জামায়াত-শিবির কর্মীরাও পাল্টা গুলি ছোড়েন। ফলে পুরো শাহ মঞ্জিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ জামায়াত কর্মীরা একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসানের গাড়িও ভাঙচুর করেন। পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, এটা একটি পরিকল্পিত ঘটনা। মুহূর্তের মধ্যে এভাবে একজন সংসদ সদস্য প্রতিরোধের মুখে পড়তে পারেন না। এ ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, নির্বাচন পূর্বাপর সময়ে সাতকানিয়া-লোহাগাড়া নাশকতার 'স্বর্গরাজ্যে' পরিণত হওয়ার পেছনে জামায়াত-শিবিরের ভূমিকার পাশাপাশি প্রশাসনের একরকমের নীরবতা ছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে চট্টগ্রাম-কঙ্বাজার মহাসড়কে দিনের পর দিন নাশকতা ও নৈরাজ্য চালানোর সঙ্গে সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামালা চালায় জামায়াত। এ পরিস্থিতিতে দলীয় এমপি নদভীর ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.