বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক সংকট সত্ত্বেও বাংলাদেশ ইতিহাস করছে। বিগত ১০ বছর ধরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ শতাংশ অব্যাহত আছে। চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে তিনি বলেন, এখন নির্বাচনের চেয়ে মানুষের বেঁচে থাকার অধিকার প্রধান বিষয়। গতকাল রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক টি আই এম আবদুল্লাহ-আল-ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, পপুলার মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পপুলার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ে সফলতার স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।