কয়েকটি স্থানে সীমানা প্রাচীর ভেঙে পড়ায় অরক্ষিত হয়ে পড়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ভাঙা সীমানা প্রাচীর দিয়ে বহিরাগতরা ঢুকছেন অবাধে। গত কয়েকদিনে সিলেটে বিভিন্ন সরকারি স্থাপনায় নাশকতামূলক ঘটনার পর ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করেছে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সরেজমিন ওসমানী বিমানবন্দর এলাকায় দেখা যায়, বিমানবন্দরের দক্ষিণ পাশের সীমানা দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। টিন দিয়ে অস্থায়ীভাবে দেয়াল নির্মাণ করা হয়েছে। বিমানবন্দরের পূর্ব পাশে রানওয়ে ঘেঁষা সীমানা দেওয়ালের বেশ কিছু অংশও ধসে পড়েছে। তবে ধসে পড়া অংশ পুনর্নির্মাণ বা অস্থায়ী বেড়া না দেওয়ায় পুরো রানওয়ে অরক্ষিত হয়ে পড়েছে। গতকাল সকালে দেয়াল ধসে পড়া এলাকায় গিয়ে দেখা যায়, খোলা জায়গা দিয়ে বিমানবন্দরের রানওয়ে এলাকায় লোকজন প্রবেশ করছেন। এদিকে, গত কয়েকদিনের হরতাল অবরোধ চলাকালে সিলেট রেলওয়ে স্টেশন, সার্কিট হাউস, নির্বাচন অফিস, পদ্মা ওয়েল ডিপোর পাশে এবং বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার কেন্দ্রসহ আরও বেশকয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ধারাবাহিক এসব হামলার কারণে বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি সামনে চলে আসে। তবে এ ব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টার্মিনালে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নিজস্ব নিরাপত্তা বৃদ্ধি ও বিমানবন্দরের ভেতরে চেক পয়েন্টও বাড়ানো হয়েছে। নিরাপত্তার জন্য র্যাব-পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। রানওয়ে অরক্ষিত হয়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, একটি জায়গায় সীমানা প্রাচীর ধসে গেছে। এছাড়া কয়েকটি জায়গায় সীমানা দেওয়াল ভেঙে যাওয়ায় নতুন করে দেওয়াল নির্মাণ করা হচ্ছে। ফলে এখন টিন দিয়ে অস্থায়ী বেড়া দেওয়া হয়েছে। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে এসব এলাকায় টহলের ব্যবস্থা করা হয়েছে। কয়েকটি স্থানে দেওয়ালের নিচে গর্ত করে রাস্তা তৈরির চেষ্টা করা হয়েছিল এগুলো বন্ধ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।