রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা জামায়াত নেতা একেএম ইউসুফের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়।মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণের (ব্রেন স্ট্রোক) কারণে একেএম ইউসুফের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী ডাক্তার ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. একেএম শফিউজ্জামান। তার শরীরিরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি জানান।তবে খাবারে কোনো ধরনের পয়েজন ছিল কি না সে জন্য তার লিভার, কিডনি পরীক্ষার জন্য মহাখালী রাসায়নিক পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে।আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইউসুফের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে মরদেহ বিকেল ৫টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।