মানিকগঞ্জে তরুণী গার্মেন্ট শ্রমিককে চলন্ত বাসে ধর্ষণের দায়ে চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এক বছর আগে সংঘটিত অপরাধের এই দৃষ্টান্তমূলক শাস্তির রায় গত বৃহস্পতিবার ঘোষণা করেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ এ কে এম মোস্তফা দেওয়ান। আমাদের দেশে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। অপরাধীরা সিংহ ভাগ ক্ষেত্রে পার পেয়ে যাওয়ায় তাদের সাহস বেড়েই চলেছে। নারায়ণগঞ্জে অতি সম্প্রতি রাজপথ থেকে তরুণীকে তুলে নিয়ে সিনেমা হলে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। থানায় মামলা না নেওয়ায় শেষ পর্যন্ত আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। রক্ষণশীল সমাজে ধর্ষণ বা যৌন হয়রানির ঘটনা সাধারণত মানসম্মানের ভয়ে চেপে রাখা হয়। সামান্য যে কয়টি ঘটনা আদালত পর্যন্ত পেঁৗছায় মামলার দীর্ঘসূত্রতা ও নানা জটিলতায় সিংহ ভাগ ক্ষেত্রেই অপরাধীরা পার পেয়ে যায়। বিচার চাইতে গিয়ে বিড়ম্বনার সম্মুখীন হতে হয় এ আশঙ্কায় যৌন হয়রানি-সংক্রান্ত ঘটনায় অনেকেই আদালতমুখী হয় না। এক বছরের মধ্যে বিচার সম্পন্ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজার রায় দিয়ে এ ক্ষেত্রে আদালত সত্যিকার অর্থেই অনুকরণীয় দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছেন। স্মর্তব্য, গত বছরের ২৪ জানুয়ারি দুপুরে আশুলিয়ায় কর্মরত ওই তরুণী গার্মেন্ট শ্রমিক গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটি বাসে ওঠেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে গেলে চালক ও তার সহকারী ওই তরুণী যাত্রীকে নিয়ে কৌশলে পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। এ সময় গাড়ির চালক ও চালকের সহকারীর দ্বারা তরুণীটি সম্ভ্রমহানির সম্মুখীন হন। ঢাকা-আরিচা মহাসড়কের বাগজান এলাকায় গতিরোধকের পাশে দাঁড়ানো হান্নান মিয়া নামের এক ফেরিওয়ালার চোখে চলন্ত বাসের মধ্যে তরুণীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ধরা পড়লে তিনি বাসটির পিছু নেন। এক পর্যায়ে চালক ও তার সহকারী ধর্ষিতা তরুণীকে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। মানবিক চেতনাসম্পন্ন তরুণ হান্নান মিয়া মেয়েটিকে উদ্ধার করে বাসস্ট্যান্ডে নিয়ে যান এবং তরুণীকে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় চাঞ্চল্যকর এ মামলাটি পরিচালনা করে রাষ্ট্রপক্ষ। আমরা এই দ্ব্যর্থহীন রায়ের জন্য সংশ্লিষ্ট আদালতকে সাধুবাদ জানাই। যার মানবিক আচরণ ধর্ষিতা তরুণীকে ন্যায়বিচার পেতে সহায়তা করল সেই ফেরিওয়ালা হান্নান মিয়াকেও আমাদের অভিনন্দন। আমরা আশা করব নারায়ণগঞ্জের ঘটনায়ও সুবিচার প্রতিষ্ঠায় আদালত একই ধরনের দৃষ্টান্ত রাখবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।