আমাদের কথা খুঁজে নিন

   

দিলি্লতে বাবা হলেন কারজাই**

কন্যাসন্তানের বাবা হয়েছেন ৫৬ বছর বয়স্ক আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নয়াদিলি্লর গুরগাঁওয়ে ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটে কন্যাসন্তানের জন্ম দেন আফগান ফার্স্টলেডি জিনাত কারজাই (৪৪)। গতকাল টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, মেয়ে হওয়ার খবর শুনে পরদিন বুধবার স্ত্রী ও সন্তানকে দেখতে গুরগাঁও যান কারজাই। তবে পারিবারিক কাজে তার এই দিলি্ল সফর খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ছিল। ভারতে আফগান রাষ্ট্রদূত সাইদা মোহাম্মদ আবদালি বলেন, সন্তান ও মা বেশ ভালো আছেন। প্রেসিডেন্ট হামিদ কারজাই সন্তান ও ফার্স্টলেডিকে দেখতে এসেছিলেন। তবে তার এই সফর মাত্র ২০ মিনিটের ছিল। স্ত্রী ও মেয়েকে দেখে ওইদিনই তিনি কলম্বো সফরে যান।

জানা গেছে, এ সপ্তাহের শুরুর দিকেই হামিদ কারজাইয়ের স্ত্রী এই হাসপাতালে ভর্তি হন। তার সঙ্গে আত্দীয় ও পরিবারের লোকজন ছিলেন। গতকাল বিকালে ফার্স্টলেডিকে ছেড়ে দেওয়ার কথা ছিল। সাইদা মোহাম্মদ আবদালি জানান, হামিদ কারজাইয়ের এটি তৃতীয় সন্তান। প্রথম সন্তান দুটির জন্ম আফগানিস্তানে।

এই সন্তানের জন্মের আগে ফার্স্টলেডির স্বাস্থ্যবিষয়ক জটিলতার কথা জানান বিশেষজ্ঞরা। তারাই মূলত ফার্স্টলেডিকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। টাইমস অব ইন্ডিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.