আমাদের কথা খুঁজে নিন

   

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জামালপুর, নাটোর ও পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

জামালপুর : মেলান্দহ উপজেলার চরপলিশা এলাকায় শুক্রবার রাতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখামুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতের নাম বাবুল খান। তিনি ইসলামপুর উপজেলার রামভদ্রা কড়ুইতার গ্রামের বাসিন্দা। আহতরা হলেন সিএনজিচালক শাহজাহান, যাত্রী আবু বক্কর, তার স্ত্রী মাহমুদা, তাদের শিশুপুত্র মারুফ ও মিন্টু। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনা : মদন-কেন্দুয়া সড়কের বারোরী দশআশি নামক স্থানে গতকাল সিএনজি অটোরিকশা উল্টে নিপেন্দ্র সরকার নামে এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। নিপেন্দ্রর বাড়ি কেন্দুয়া উপজেলার আদমপুর গ্রামে। ঘটনার পর চালকসহ সিনএজি আটক করেছে পুলিশ। সাঁথিয়া : আতাইকুলা থানার পাবনা-নগরবাড়ি মহাসড়কের মাধপুর এলাকায় বাসচাপায় মিলন হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মিলন পাবনা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পাবনা-নগরবাড়ি মহাসড়কের মাধপুর বাসস্ট্যান্ডে পাবনাগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ঢাকা নেওয়ার পথে গতকাল ভোরে তিনি মারা যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.