ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে বিএনপির সমর্থিত প্রার্থী নাসিম উদ্দীন আকনের সমর্থনে সাবেক আইন প্রতিমন্ত্রী জেলা বিএনপির সভাপতি ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম তার বাসভবনের সামনে এক কর্মী সমাবেশ করেন। এ সময় তার বাসভবনের সামনের সড়কটি কর্মীসমর্থরা বন্ধ করে দিয়ে তাদের বসার স্থান দেন। এতে সামনে সড়ক দিয়ে কোনো যানবাহনসহ সাধারণ লোকজন যাতায়াত করতে পারেনি বলে জানান তার নির্বচনী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জামান মনির। এ সময় সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বক্তব্য রাখেন। বিএনপি সমর্থিত প্রার্থী নাসিম উদ্দীন আকনসহ কয়েক হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নাসিম উদ্দীন আকন বলেন, সাবেক মন্ত্রীর বাড়ির ভেতরে জাতীয়তাবাদী দলের কর্মী সমাবেশ হয়েছে। রাস্তায় কোনো কর্মী ছিল না। আচরণবিধি লঙ্ঘন হয়নি। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাজাপুরের ইউএনও মাহবুবা বেগম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়ে। অপরদিকে গতকাল দিনব্যাপী রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রচারণা চালান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জামান মনির। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীরা ছিলেন। সকাল ৯টা থেকে পুখরীজানা গ্রাম, বাদুরতলা বাজারের সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে ভোট প্রার্থনা করেন। সন্ধ্যায় মানকী খানকায় নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।