জন্মগতভাবে প্রতিটি মানুষই সৃজনশীলতার বীজ বহন করে। আদিম যুগে গুহাবাসী মানুষ গুহায় যে চিত্র এঁকেছে সেখানেও পাওয়া যায় মানুষের কল্পিত রাজ্যের প্রতিচ্ছবি। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সেই আকাঙ্ক্ষা থেকে শিল্পী ও শিল্পের জন্ম। বর্তমানে কম্পিউটার টেকনোলজির ব্যাপক প্রসারের কারণে অনেকেই হচ্ছেন গ্রাফিঙ্ ডিজাইনার। গত কয়েক বছরে অ্যানিমেশন ক্ষেত্রটির সারাবিশ্বে বৈপ্লবিক অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় ত্রিমাত্রিক আর্ট বিস্ময়কর প্রযুক্তি হিসেবে অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যবহার হচ্ছে বিনোদন জগতে। আজ প্রযুক্তিনির্ভর বিনোদন দুনিয়ায় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য প্রতিনিয়ত গবেষণা হচ্ছে। অফাবৎঃরংরহম, ঋরষস ওহফঁংঃৎু, ধেসব ওহফঁংঃৎু, জবধষ ঊংঃধঃব অৎপযরঃবপঃঁৎধষ ঠরংঁধষরুধঃরড়হ এবং ঈধৎঃড়ড়হ ঋরষস ওহফঁংঃৎু সহ সব ক্ষেত্রেই থ্রিডি অ্যানিমেশনের ব্যবহার ব্যাপক। তা বিবেচনায় জবসবিডিডটকম থ্রি-ডি অ্যানিমেশনের উপর ৩ মাসের কোর্স আয়োজন করেছে। বিস্তারিত জানতে ০১৮১১৪৫৮৮৩৪।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের অনেক ওঞ কোম্পানি নিত্য নতুন ডিভাইস উদ্ভাবন করে অর্থনীতিকে রকেট গতিতে এগিয়ে নিচ্ছে। অ্যানিমেশনের ক্রমবর্ধমান চাহিদা ও প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের বিনোদন শিল্পের উন্নয়নের কথা উপলব্ধি করে প্রতিষ্ঠানটি এ কোর্স চালু হয়। এতে অ্যানিমেশনের আদি-অন্ত হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। -শিক্ষা ডেস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।