আমাদের কথা খুঁজে নিন

   

ভোটে ‘আক্রান্ত’ হয়েছে আওয়ামী লীগ

এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করায় ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীরা ছাড় পায়নি বলে দাবি করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।

উপজেলা নির্বাচনের তৃতীয় পর্বে শনিবার ৮১ উপজেলায় ভোটগ্রহণের পর আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোটের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি।

বিভিন্ন স্থানে ব্যালট বাক্স ছিনতাই এবং সহিংসতায় দুজন নিহত হওয়ার মধ্য দিয়ে ভোট শেষের পর বিএনপি বলেছে, এবার ক্ষমতাসীন দল ভোটকেন্দ্র দখলের ‘মহোৎসব’ করেছে।

তবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ইমাম বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

“বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তার সমর্থকদের ওপর রাজনৈতিক ও প্রশাসনিক আক্রমণ হয়েছে।

প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করেছে বলেই আমাদের প্রার্থীদেরও রেহাই দেয়নি। ”

গত দুই পর্বে অধিকাংশ উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ দল সমর্থিত প্রার্থীদের জয়ের দিকে ইঙ্গিত করে বিএনপি বলে আসছে, এর মধ্য দিয়ে জনগণ সরকারের প্রতি আনাস্থা জানিয়েছে।

তবে এইচ টি ইমাম গত দুই পর্বের ভোটের হিসাব দেখিয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন, আওয়ামী লীগের জনসমর্থন বেড়েছে।

“প্রথম পর্বের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মোট ৫৪ শতাংশের বেশি ভোট পায়। দ্বিতীয় পর্বে প্রায় ১ কোটি ভোটের মধ্যে ৫৩ লাখের বেশি ভোট আওয়ামী লীগের পক্ষে পড়েছে।

“বিএনপি দাবি করে উপজেলা নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু আসলে হয়েছে উল্টোটা। জনপ্রিয়তা, জনসমর্থন বেড়েছে আওয়ামী লীগের। ”

তিনি দাবি করেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশের পর থেকে একের পর এক সহিংস ঘটনার কারণে বিএনপির জনসর্মন কমেছে।

ভোট বাড়লে চেয়ারম্যানের পদগুলোতে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী না হওয়ার কারণ জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, “সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা বিএনপির চেয়ে কম উপজেলায় জিতেছি।

ক্ষমতাসীন দলের পক্ষে একাধিক প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটা ‘স্বাভাবিক’ মনে করলেও আগামী পর্বে একক প্রার্থী নিশ্চিত করার ওপরই জোর দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.