নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় চতুর্থ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়।
প্রথম ধাপে ৪০টি জেলার ৯৮টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং মহিলা-ভাইস চেয়ারম্যান নির্বাচনে আগামী ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, প্রতিটি নির্বাচনী এলাকার জন্য একজন করে মোট ৯৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত মোবাইল টিমের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
বাকি ২৯৪ জন ম্যাজিস্ট্রেট প্রতিটি নির্বাচনী এলাকার জন্য তিনজন করে ভোটের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন এবং তার পরের দিন অর্থাৎ ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনের জন্য নিয়োজিত থাকবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ছয় ধাপে দেশের ৪৮৭টি উপজেলায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এর মধ্যে ১৯ ফেব্রুয়ারি ৯৮টি উপজেলায় ভোটের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ২৭ ফেব্রুয়ারি ৫২ জেলার ১১৭টি উপজেলায় ভোটের তফসিলও ঘোষণা করেছে কমিশন।
এ নির্বাচনে আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।