আমাদের কথা খুঁজে নিন

   

কলারোয়ায় দাদিকে কুপিয়ে হত্যার পর মাকে জখম

সাতক্ষীরার কলারোয়ায় দাদিকে কুপিয়ে হত্যার পর মাকে গুরুতর জখম করেছে এক যুবক। নিহতের নাম জাহনারা বেগম (৬২)। পরে ওই যুবক বিষপানে আত্দহত্যার চেষ্টা চালায় বলে জানা গেছে। উপজেলার বড়ালী গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। অন্যদিকে চুনারুঘাটে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা : কলারোয়া উপজেলার বড়ালী গ্রামের চান্দু গাজীর ছেলে মোকলেছুর রহামান কয়েক মাস আগে অবৈধপথে মালায়েশিয়া যায়। অনুপ্রবেশের দায়ে সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে দেশে আসে মোকলেছুর। দেশে ফেরার পর থেকে সে অপ্রকৃতিস্থ অবস্থায় ঘোরাফেরা করছিল। গতকাল আকস্মিকভাবে মোকলেছুর তার দাদিকে কুপিয়ে জখম করে। এ সময় দাদিকে রক্ষা করতে তার মা এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কোপায় সে। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাদির মৃত্যু হয়। একপর্যায় ঘরে রাখা বিষপানে আত্দহত্যার চেষ্টা চালায় মোকলেছুর। তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলারোয়া থানার ওসি ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো মামলা হয়নি। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটের পারকুল গ্রামে জমি বিরোধের জের ধরে খোদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে রবিবার রাতে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। খোদেজা একই গ্রামের আনফর উল্লার স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, পারকুল গ্রামের সিরাজ মিয়ার সঙ্গে কুতুব আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। আর সিরাজ মিয়ার পারকুল বস্তি এলাকার বাগানবাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে বাস করতেন খোদেজা বেগম। রবিবার রাত ১২টার দিকে কে বা কারা ঘরের মধ্যে খোদেজাকে কুপিয়ে হত্যা করে। গতকাল লাশ উদ্ধার করেছে পুলিশ। চুনারুঘাট থানার ওসি জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে খোদেজা খুন হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.