আমাদের কথা খুঁজে নিন

   

প্রমীলা ক্রিকেটে হারল ইংল্যান্ড

প্রমীলা টি-২০ বিশ্বকাপের গতকাল ইংল্যান্ডকে ৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজকে। শুরুতেই দেখেশুনে ব্যাট চালিয়ে যেতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কাইসা নাইট ও এসআর টেইলর। তাদের উদ্বোধনী জুটির ৮৭ রানের সুবাধে শুরুতেই শক্ত ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ। কাইসা নাইট ৪২ বলে ৩ চার ও দুুই ছয়ে ৪৩ রান সংগ্রহ করেন।

অপর উদ্বোধনী ব্যাটসম্যান এস আর টেইলর ৪৫ বলে ৫৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। দুই ছয় আর তিন চারেও সাজানো ছিল তার ইনিংসটি। উদ্বোধনী জুটির পর ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানই ক্রিজে এসে বেশি সময় দাঁড়াতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৩৩ রানে। ১৩৪ রানের টার্গেটে খেলতে নেমে দুুই ওপেনার ছাড়া ইংল্যান্ডের আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি।

দ্ইু ওপেনার সিএম অ্যাডওয়ার্ডস ও এস জে টেইলর গড়েন ৪২ রানের জুটি। অ্যাডওয়ার্ডস ৩৯ বলে ৪৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ইংল্যান্ডের দাঁড়ায় ১২৪ রান। তাই ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। দিনের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২২ রানে পরাজিত করে শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান সংগ্রহ করে। পরে ভারত ৯ উইকেট হারিয়ে ১০৬ রান করে।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.