আমাদের কথা খুঁজে নিন

   

পটুয়াখালীতে আনন্দের জোয়ার

বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত টেষ্ট সিরিজে পটুয়াখালীর সন্তান সোহাগ গাজীর ব্যাটিংয়ে শত রান এবং বোলিংয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিজের দখলে নেওয়ায় তার পিতামাতা, জেলার ক্রিকেট অঙ্গনসহ জেলার সাধারণ মানুষ আনন্দিত। শহরের কলাতলার বাসভবনে রবিবার দুপুরে সোহাগের সাফল্যে তার পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করতে ভিড় করে তার শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা। সোহাগের সাফল্যে নিজ শহর পটুয়াখালীর বিভিন্ন এলাকায় তার বন্ধু-বান্ধব, ক্রিকেটামোদীরা মিষ্টি বিতরণ ও মিছিল করে আনন্দ উল্লাস করেছে। ছেলের সাফল্যে আনন্দে আত্মহারা বাবা-মা এবং স্বজনরা। সোহাগ গাজীর বাবা অবসর প্রাপ্ত জেল পুলিশ শাহজাহান গাজী তার ছেলের সাফল্যে সংবাদকর্মীদের বলেন, সোহাগের সাফল্য পটুয়াখালীবাসীর। তিনি সবার কাছে তার ছেলের জন্য দোয়া চেয়ে বলেন, সোহাগ যেন তার শ্রম ও মেধা দিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করতে পারে। মা হাসিনা বেগম দেশবাসীর কাছে তার ছেলের জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন সোহাগ যেন ক্রিকেট খেলায় নিজের সাফল্য দিয়ে ভবিষ্যতে আরও ভালো করতে পারে। পাশাপাশি পটুয়াখালীবাসী ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে। তার মা ছেলের ভালো খেলায় খুব আনন্দিত এবং ভবিষ্যতে দেশকে ভালো খেলা উপহার দিতে পারে, তাই ছেলের জন্য দোয়া করে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলরসিপ পটুয়াখালীর জেলার সদস্য ও ক্রিকেট ডিস্টিক ডেভেলপমেন্ট কোচ সোহাগের এক সময়ের কোচার শ্যামল সরকার বলেন, সোহাগের খেলার শৈল্পিকতাই আজকের এ আনন্দ। যা ভাষায় প্রকাশ করা যায় না। এ আনন্দ আমাদের নয় এটা দেশের পুরো জাতির আনন্দ ও সাফল্য। সোহাগ ক্রিকেট অঙ্গনে অনেক বড় কিছু পারদর্শিতা দেখাতে পারবে বলে আমি বিশ্বাস করি। শারদীয়া দূর্গা পূজা ও ঈদুল আজহার আনন্দকে আরও উচ্ছ্বসিত করেছে সোহাগের সাফল্যে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.