আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বিশ্ব নাট্যদিবস সম্মাননা, বিশ্ব নাট্যদিবস বক্তৃতা সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল উদযাপিত হয়েছে বিশ্বনাট্য দিবস ২০১৪। বিশ্বের সব নাট্যকর্মী ও শিল্পীর মধ্যে সৌহার্দ স্থাপন ও নাটকের শক্তিকে নতুন করে আবিষ্কার করার লক্ষ্যে দিবসটি যৌথভাবে উদযাপন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্র (আইটিআই) ও বাংলাদেশ পথনাটক পরিষদ। গতকাল বিকাল সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বিশ্বনাট্য দিবস উদযাপনের এই কার্যক্রম। আনন্দ শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।ঢাবির নাটমণ্ডলে মঞ্চস্থ হলো আরতি থিয়েটারের ‘চাক ভাঙা মধু’ : সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মঞ্চস্থ হলো আরতি থিয়েটারের প্রথম প্রযোজনার নাটক ‘চাক ভাঙা মধু’। মনোজ মিত্রের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন মোহাম্মাদুল্লাহ নান্টু ও রেজওয়ান আয়ুব সম্রাট। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবাশীষ বসাক, সোম আকবর আলী, এহনুর কবির রাত্রি, মোহাম্মদ উল্লাহ নান্টু, ফারিয়া আকতার মুক্তি, সিফাত সোহাগ রিপন প্রমুখ। নাটকটি মঞ্চায়নের আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনাসভা। অন্যদিকে একই সময়ে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে দৃষ্টিপাত নাট্যদলের ‘নাগর আলীর কিসসা’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।