আমাদের কথা খুঁজে নিন

   

বৃহস্পতি এখন তুঙ্গে

ক্রিকেটারদের মান যাই থাকুক না কেন, ক্রিকেট বোর্ডের অনেকের বৃহস্পতি তুঙ্গে বলা যায়। হ্যাঁ, টি-২০ বিশ্বকাপ ঘিরে বোর্ডের কারও কারও আঙুল ফুলে কলা গাছ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যদিও বোর্ড পরিচালকরা বারবার অস্বীকার করছেন তার পরও জোর গুঞ্জন রয়েছে, কালোবাজারে টিকিট বিক্রি করে সময়টা ভালোই পার করছেন বোর্ডের লোকেরা। অবশ্য বোর্ডের কেউ সরাসরি টিকিট বিক্রি করছেন না। মিরপুরে নিজেদের লোক ব্যবহার করে কালোবাজারে চড়া দামে ক্রিকেটপাগল দর্শকদের হাতে টিকিট তুলে দিচ্ছেন। বিশেষ করে বাংলাদেশের ম্যাচ হলে তো কথাই নেই। গ্যালারিতে ঢুকতে যত টাকা লাগুক না কেন দর্শকরা টিকিট কিনছেন। গতকাল বাংলাদেশ ও ভারতের ম্যাচ শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু সকাল থেকে কালোবাজারে টিকিট কিনতে দর্শকরা মিরপুরে ভিড় জমান। কথা হচ্ছে কালোবাজারে এত টিকিট এলো কীভাবে? ব্যাংক ও বোর্ড থেকে বারবার বলা হয়েছে টিকিট বিক্রিতে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি। জেনুইন দর্শকদের হাতে নিয়ম মেনে টিকিট দেওয়া হয়েছে। এখন কেউ যদি অর্থের লোভে কালোবাজারে টিকিট বিক্রি করেন তাহলে তাদের কী করার আছে। না, স্টেডিয়ামে যারা টিকিট বিক্রি করছেন তাদের অধিকাংশই স্বীকার করছেন বোর্ডের মাধ্যমে তারা টিকিট পেয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এর সঙ্গে শুধু পরিচালকরা নন, বোর্ডের কিছু কর্মচারীও জড়িত রয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.